আজকাল ওয়েবডেস্ক: বর্ষাকালীন অধিবেশনকে 'অপারেশন সিঁদুর'এর বিজয়োৎসব হিসাবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধিবেশনের শুরুতে ভাষণ দিতে গিয়ে সোমবার প্রধানমন্ত্রী বলেছেন, "অপারেশন সিঁদুরে ১০০ শতাংশ সাফল্য এসেছে। ভারতীয় সেনার শক্তি দেখেছে গোটা বিশ্ব। আজ, আমি বলতে চাই যে অপ সিন্দুরের পরে দেশ ঐক্য দেখেছে, তবে সংসদের নেতাদেরও ঐক্যবদ্ধ হওয়া উচিত।" অর্থাৎ, প্রধানমন্ত্রী সংসদের ভেতরেও জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বান জানিয়েছেন।

গত ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে। নিহত হন ২৬ জন। প্রতিশোধ নিতে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে সামরিক অভিযান চালায় ভারতীয় সেনা। সেই অভিযান 'অপারেশন সিঁদুর' নামে খ্যাত। এ দিন প্রধানমন্ত্রী মোদী 'অপারেশন সিঁদুর'-এর প্রশংসা করেছেন। বলেছেন, "এই বর্ষাকালীন অধিবেশন বিজয়ের উদযাপন। সমগ্র বিশ্ব ভারতের সামরিক শক্তির শক্তি দেখেছে। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনী যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা ১০০ শতাংশ অর্জন করা হয়েছে। অপারেশন সিঁদুরের অধীনে, ২২ মিনিটের মধ্যে জঙ্গি নেতাদের বাড়িঘর মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল।"

ভারতের প্রতিরক্ষা সক্ষমতার প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ভারতের নতুন সামরিক শক্তিতে বিশ্ব গভীরভাবে মুগ্ধ।"

?ref_src=twsrc%5Etfw">July 21, 2025

 

আজ সংসদে ঝোড়ো বর্ষাকালীন অধিবেশন শুরু হতে চলেছে। কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা পহেলগাঁও হামলা এবং বিহারের নির্বাচন-সহ অনেক ইস্যুতে সরকারকে কোণঠাসা করার জন্য প্রস্তুত।

আরও পড়ুন-  ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণ: ১৯ বছর পর ১২ জন অভিযুক্তকে মুক্তি দিল বম্বে হাইকোর্ট

অধিবেশনের আগে, কংগ্রেস বলেছে যে তারা জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের নির্বিঘ্নে পর্যটকদের উপর আক্রমণ করার জন্য নিরাপত্তার অভাব সম্পর্কে প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে জবাব চাইবে। রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরী বলেন, "পহেলগাঁও হামলার কারণ অভ্যন্তরীণ নিরাপত্তার ত্রুটি। এই বিষয়ে ও  অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি পরবর্তী বিদেশ নীতি নিয়েও আলোচনা করার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে।" 

শুভাংশু শুক্লদের মহাকাশ অভিযানের প্রসঙ্গও আসে মোদীর বক্তৃতায়। তিনি বলেন, "আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের পতাকা উড়েছে। এটা ভারতের জন্য অত্যন্ত গৌরবের।"