আজকাল ওয়েবডেস্ক: শনিবার হেলিকপ্টারে চেপে ধস বিধ্বস্ত ওয়েনাড ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালেই তিনি পৌঁছল কেরালায়। এরপর তিনি সেখান থেকে ওয়েনাডের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। আকাশপথে পরিদর্শনের পর তিনি সেখানকার একটি হাইস্কুলের মাঠে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে তিনি ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাগুলি ঘুরে দেখেন।


ওয়েনাডে ধসের জেরে ইতিমধ্যেই মারা গিয়েছেন ৪০০ জনের বেশি মানুষ।  কেরালার সমস্ত জেলার পরিস্থিতি এখন কন্ট্রোলে। ফলে সেনাবাহিনীর কাজ শেষ হয়েছে। পরপর ধসের জেরে ৩১ জুলাই থেকে বিপর্যস্ত অবস্থা ছিল মুন্দাক্কাই, চোরামালা, অট্টামালা গ্রামগুলির। এরপর বহু মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এটাই বড় প্রাপ্তি। সংসদে রাহুল গান্ধী ইতিমধ্যেই এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার দাবি জানিয়েছেন। কিছুদিন আগে ওয়েনাড ঘুরে আসেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে তাঁরা সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এরপরই সংসদে এসে সরব হন বিরোধী দলনেতা।


এবার খোদ প্রধানমন্ত্রী ঘুরে দেখলেন ওয়েনাড। তিনি এবার একে জাতীয় বিপর্যয় হিসাবে আখ্যা দেন কিনা সেদিকে তাকিয়ে সকলে। তবে ওয়েনাড বিগত কয়েকদিনে যে বিপর্যয় দেখেছে সেখান থেকে এখনই বেরিয়ে আসা তাঁদের পক্ষে সম্ভব নয়। তবে পরিস্থিতির উন্নতি হতে আরও খানিকটা সময় লাগবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।