আজকাল ওয়েবডেস্ক: শাড়ি, ঘাঘরা পরতে কিংবা স্কার্ট পরতে কে না ভালোবাসেন। কিন্তু এর থেকেই হতে পারে ত্বকের ক্যানসার। শুনতে অদ্ভুত লাগলেও এটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এটির নাম দিয়েছেন পেটিকোট ক্যানসার।
ডাক্তাররা জানাচ্ছেন, শক্ত করে কোমরে দড়ি বাঁধেন গ্রামের মহিলারা। সেই শক্ত দড়ি থেকেই হতে পারে এই মারণ রোগ। অনেকক্ষণ ধরে চাপে থাকলে এবং ক্রমাগত ঘষা লাগতে থাকলে এই রোগ হতে পারে। এইরকম কেস পেয়েছেন চিকিৎসকেরা। প্রথমে অনুমান করা হয়েছিল মার্জোলিন আলসার হয়েছে। পরে পরীক্ষা করে দেখা যায় এটি একধরনের বিরল ত্বকের ক্যান্সার।
যে কেসটি প্রথম এসেছিল তাতে দেখা গিয়েছিল প্রথমে এক মহিলার ডান দিকে কোমরে ঘা হয়। ওই মহিলার বয়স ৭০ বছর। পরবর্তীতে তা ক্যানসারে পরিণত হয়। দ্বিতীয় ক্ষেত্রে, একটি মহিলা স্কার্ট পরতেন সবসময়। তাঁরও হয় ঘা। প্রথমে কিছু বোঝা যায় না, আপাতদৃষ্টিতে মনে হয়, মার্জোলিন আলসার, যা স্কোয়ামাস সেল কার্সিনোমা বা আলসারেটিং স্কিন ক্যান্সার নামেও পরিচিত। অনেকসময় শেষপর্যন্ত দেখা যায় এটি দীর্ঘস্থায়ী, অ-নিরাময়কারী ক্ষতে পরিণত হয়। শেষ পর্যন্ত ব্যথা বাড়তে থাকে এবং সেই ঘা রূপ নেয় ম্যালিগন্যান্ট ক্যান্সারে।
কেন হয় এই ধরনের ক্যানসার? বলা হচ্ছে, ক্রমাগত কোমরের চাপের ফলে ত্বক পাতলা হয়ে যায়, প্রথমে সামান্য পরিবর্তন তারপর সেখান থেকে প্রাণঘাতী। এই ঝুঁকি কমাতে, বিভিন্ন মেডিক্যাল কলেজের ডাক্তাররা মহিলাদের পরামর্শ দিচ্ছেন ঢিলেঢালা পেটিকোট পরতে বা কোমরের শক্ত দড়ি এড়াতে, নইলে ত্বকের পরিবর্তন হতে পারে। ত্বককে শ্বাস নিতে দিতে হবে। নইলে বাঁধবে বিপদ। এমনকী প্রথম দিকে গা না করলে সেখান থেকে প্রাণ হারাতে পর্যন্ত হতে পারে। তাই সতর্কবার্তা দিচ্ছেন চিকিৎসকেরা।
