আজকাল ওয়েবডেস্ক: বিয়ে করেই ধনী হলেন এক যুবক। বিয়ে উপলক্ষে পাত্রকে মোট ১৬ কোটি টাকার যৌতুক দিল পাত্রীর পরিবার। উপহারের তালিকায় কী কী ছিল? তাও বিয়ের অনুষ্ঠানে মাইকে ঘোষণা করা হয়। সম্প্রতি বিয়েবাড়ির এমন একটি ভিডিও ছড়িয়ে পড়তেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। 

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয় বিয়ের অনুষ্ঠানের নানা কাণ্ডের ভিডিও, ছবি। কখনও নাচগানের, কখনও বা নানা আচার-অনুষ্ঠানের। বর্তমানে একটি ভিডিও ঘিরে জোর চর্চা চলছে। যেখানে দেখা গেছে, বিয়ের অনুষ্ঠানে সর্বসমক্ষে কোটি কোটি টাকার যৌতুক দেওয়া হচ্ছে পাত্রকে। পাত্রকে ঘিরে আছেন পরিবারের সদস্যরা। এক একটি উপহারের ঘোষণার পরেই হাততালিতে ভরিয়ে দিচ্ছেন সকলে। 

যৌতুকের তালিকায় কী কী রয়েছে? জানা গেছে, ওই পাত্রকে সোনার গয়না, তিন কেজি রপো, আস্ত একটি পেট্রোল পাম্প, ২১০ বিঘা জমি ও কয়েক কোটি টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৫ কোটি ৬৫ লক্ষ টাকার উপহার পেয়েছেন তিনি‌। সবটাই পাত্রীর পরিবারের তরফে পাত্রকে বিয়ের দিন দেওয়া হয়। 

এই ভিডিওটি ইতিমধ্যেই ১৯ লক্ষ মানুষ দেখেছেন। নেটিজেনরাও ক্ষোভ উগরে দিয়েছেন দেখে। একজন লেখেন, 'এটা আদতে পণ। যৌতুকের নামে পণ দেওয়ার আদানপ্রদান বন্ধ করা হোক।' আবার একজন লিখেছেন, 'এত উপহার নিতে লজ্জাও করল না পাত্রের!'