আজকাল ওয়েবডেস্ক: অন্যান্য দিনের মতোই কেউ ফিরছিলেন ঘরে, কেউ যাচ্ছিলেন অন্যত্র। ভিড়ে ঠাসা ট্রেনে মাঝপথে আগন আতঙ্ক ছড়ায়। ‘ট্রেনে আগুন লেগেছে’, একথা শোনার পরেই প্রাণ বাঁচাতে ট্রেন থেকে লাইনে ঝাঁপ দেন একের পর এক যাত্রী। আর তখনই ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ বাঁচাতে লাইনে ঝাঁপ দিতেই, পরপর যাত্রিদের পিষে দিল অপর এক ট্রেন। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
সেন্ট্রাল রেল জানিয়েছে, বুধবার সন্ধেয় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তর মহারাষ্ট্রের জলগাঁও জেলায়। জানা গিয়েছে, আচমকা আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে পুষ্পক এক্সপ্রেসে। যাত্রীরা অন্য লাইনে প্রাণ বাঁচাতে ঝাঁপ দিতেই তাঁদের উপর দিয়ে মুহূর্তে চলে যায় কর্ণাটক এক্সপ্রেস। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, অন্তত ১১জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার বিকেল পাঁচটা নাগাদ আচমকা জলগাঁওয়ের পারধাদে স্টেশনের আগেই আগুন আতঙ্ক ছড়ায়। যাত্রীরা আতঙ্কে ট্রেনের চেন টানেন। অনেকেই ঝাঁপ দেন চলন্ত ট্রেন থেকে। পাশের লাইনে প্রাণ বাঁচিয়ে দাঁড়িয়ে থাকার সময়েই তাঁদের উপর দিয়ে চলে যায় কর্ণাটক এক্সপ্রেস। খবর পেয়েই ঘটনাস্থলে পোঁছন রেলের আধিকারিক, শুরু হয় উদ্ধারকার্য।
