আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ততা ছিল তুঙ্গে, ফোনে চার্জ ছিল না একটুও। কোনওক্রমে যে গাড়ি পেয়েছিলেন, তাতে গন্তব্যে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু তারপর? আচমকা যুবক বুঝতে পারেন ফেলে এসেছেন ফোনটি। তবে ব্যস্ততার শহর বেঙ্গালুরুতে ওই ফোন ঘিরে যে ঘটনা ঘটল, তাতে অনেকেই বলছেন, ব্যস্ততার মাঝে ,মানবতা হারিয়ে যায়নি।
বর্তমান সময়ে যোগাযোগ থেকে পেমেন্ট, ফোন ছাড়া বহু ক্ষেত্রেই অচল অবস্থা। সোশ্যাল মিডিয়ায় ওই যুবক, এক অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাতে তিনি জানিয়েছেন, ফোন খোয়া যাওয়ায় যারপরনাই চিন্তিত ছিলেন। চালকের সঙ্গে যোগাযোগ করা যেত, কিন্তু যেহেতু কোনও অ্যাপ থেকে ক্যাব বুক করেননি, তাই কোনও উপায় ছিল না। ফোন যে সংস্থার, সেখানেও যোগাযোগ করেন ইমেলের মাধ্যমে। তাতেও লাভ হয়নি কোনও।
আচমকা প্রায় ১৫ ঘণ্টা পর, ফোন প্রস্তুতকারক ওই সংস্থা জানায়, ফোনটি কোথায় রয়েছে জানা গিয়েছে তা। তারকিছু পরেই একপ্রকার চমকে যান যুবক। জানিয়েছেন, ওই চালক নিজে বাড়ি এসে পৌঁছে দিয়ে গিয়েছেন ফোন।
একই সঙ্গে জানিয়েছেন, শধু পৌঁছে দিয়ে যাননি, তারজন্য ওই সময়ে ১৫০ কিলোমিটার পথও পাড়ি দিতে হয়েছে তাঁকে। চালক জানিয়েছেন, জরুরি কাজে তাঁকে মাইসোর যেতেই হতো। সেখান থেকে বেঙ্গালুরু ফিরেই ওই যুবকের বাড়ির এলাকায় বাসে করে গিয়ে ফোন ফিরিয়ে দিয়ে আসেন। যুবক জানিয়েছেন, চালকের সততায় তিনি মুগ্ধ। খুশি হয়ে হাজার টাকা দিতে চেয়েছিলেন, চালক তাতেও রাজি হননি বলেও জানান। পরে একপ্রকার জোর করেই সেই টাকা দিয়েছেন। চালকের সততায় নেটিজেনরা প্রশংসা করেছেন বিস্তর।
