আজকাল ওয়েবডেস্ক: স্বামী নির্যাতন করত দিনের পর দিন। অত্যাচার থেকে বাঁচতে চলে গিয়েছিলেন বাবা-মায়ের কাছে। কিন্তু তারপর? কীভাবে বাঁচবেন অত্যাচার থেকে? ভাবতে ভাবতে একদিন ইন্টারনেট ঘেঁটে দেখেন, ভারতের মেয়েরা কেমন রয়েছে। তথ্য, পাকিস্তানের চেয়ে অনেক ভাল রয়েছে ভারতের মেয়েরা। তারপরেই সিদ্ধান্ত নেন, যেভাবেই হোক ভারতে চলে আসবেন। গুগল ম্যাপ দেখে পৌঁছেও যান বর্ডার এলাকায়। আর সেখানেই ধরা পড়েন বিএসএফ-এর হাতে। 

রবিবার রাতে রাজস্থানের গঙ্গানগর জেলায় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক পাকিস্তানী যুবতীকে আটক করে। তাঁর আনুমানিক বয়স ৩০। তদন্ত চলছে, ঠিক কী কারণে তিনি ভারতে ঢুকতে চাইছিলেন, যা বলছেন জেরায় তা কি আদেউ সত্যি? 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ প্রশান্ত কৌশিক জানিয়েছেন, ওই যুবতী নিজেকে আমিরা বলে পরিচয় দিয়েছেন জানিয়েছেন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বাসিন্দা তিনি। তদন্তে তিনি জানিয়েছেন তাঁর স্বামী ওয়াসিম বেলুচিস্তান এবং মাস্কাট দুই জায়গায় দোকান চালায়। স্বামী অত্যাচার চালায় দিনের পর দিন। গার্হস্থ্য হিংসা থেকে বাঁচতেই ঘর ছেড়ে পালিয়ে এসেছেন তিনি। তদন্তে যুবতীর ফোনের সার্চ হিস্ট্রি থেকেই জানা গিয়েছে, তিনি গুগলে ভারতে মেয়েদের অবস্থান সম্পর্কে তথ্যের সন্ধান করেছেন। রাজস্থানের গঙ্গানগরের অনুপগড় সেক্টরের বিজেতা সীমান্ত পোস্টের কাছে বিএসএফ তাঁকে আটক করে। প্রাথমিক জেরায় এখনও গুপ্তচরবৃত্তি বা অন্যান্য সন্দেহজনক কার্যকলাপের খোঁজ মেলেনি।