আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ বিরতির মাঝেই ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে অনুপ্রবেশ বিরোধী অভিযান চলছে। আর তাতেই এল সাফল্য।
শনিবার গুজরাটের বনসকাঁথা জেলায় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে মেরেছে।
বিএসএফ কর্তাদের মতে, ২৩শে মে রাতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় ওই পাক অনুপ্রবেশকারীকে গুলি করে মারা হয়েছে। তার আগে ওই অনুপ্রবেশকারীকে নিরাপত্তা জওয়ানরা বার বার পিছু হটতে সতর্ক করেছিল। কিন্তু সে কর্ণপাত করেনি। উল্টে সীমান্ত পেরিয়ে এগিয়ে আসতে তাকে। তখনই তাকে নিশানা করে গুলি করে বিএসএফ জওয়ানরা।
২২শে এপ্রিল পহেলগাঁও হামলা এবং পরবর্তী সামরিক উত্তেজনার পর দুই দেশের মধ্যে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেই প্রেক্ষিতে এই ঘটনা বেশ তাৎপর্যবাহী।
এই মাসের শুরুতে একই রকম একটি ঘটনায়, পাঞ্জাবের ফিরোজপুরে আন্তর্জাতিক সীমান্ত (আইবি) বরাবর ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টাকারী আরেক পাকিস্তানি নাগরিককে বিএসএফ গুলি করে হত্যা করে। অনুপ্রবেশকারীকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করতে এবং অন্ধকারের আড়ালে সীমান্ত নিরাপত্তা বেড়ার দিকে এগিয়ে যেতে দেখা গিয়েছিল। বিএসএফ জওয়ানরা ওএই অনুপ্রবেশকারীকে সতর্ক করা সত্ত্বেও, লোকটি এগিয়ে যেতে থাকে, যার ফলে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাকে গুলি চালাতে বাধ্য হয়।
