আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি শুক্রবার সন্ধ্যায় ফের উত্তপ্ত হয়ে ওঠে। জম্মু, সাম্বা এবং পাঠানকোট সেক্টরে একাধিক পাকিস্তানি ড্রোন দেখা যায়। ভারতের সামরিক গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই ড্রোনগুলি সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গেই ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ড্রোনগুলিকে টার্গেট করে গুলি চালায়। কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, বিশেষ করে সাম্বা অঞ্চলে, যেখানে ধারণা করা হচ্ছে ড্রোন মাটিতে পড়ার  সময় সেগুলিতে বিস্ফোরণ ঘটে। 

ঘটনার পরই জম্মু শহরের বিভিন্ন অংশে এবং পাশ্ববর্তী উদমপুর জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউট কার্যকর করা হয়। আলো বন্ধ করে ঘর থেকে না বের হওয়ার জন্য সাধারণ মানুষকে প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। শহরজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে, যা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

জম্মুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জাতীয় কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ একাধিক টুইটে পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, “আমার স্থান থেকে ভারী বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, সম্ভবত এটি ভারী আর্টিলারির আওয়াজ। শহরে ব্ল্যাকআউট কার্যকর হয়েছে, আর সাইরেন বাজছে। দয়া করে সবাই নিরাপদে থাকুন।” পাশাপাশি তিনি মানুষকে গুজবে কান না দেওয়ার এবং যাচাই না করা তথ্য ছড়াতে নিষেধ করেন।

তিনি আরও বলেন, “আমার বিনীত অনুরোধ, জম্মু ও আশপাশের এলাকার সবাই যেন রাস্তায় না বের হন। যার যেখানে থাকার মতো জায়গা আছে, সেখানে থেকে যান। আমরা একসঙ্গে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।”

ঘটনার পর থেকেই গোটা জম্মু বিভাগে উচ্চ সতর্কতা জারি হয়েছে। প্রতিরক্ষা বাহিনী, পুলিশ এবং প্রশাসন সমন্বয়ে পরিস্থিতি সামাল দিতে কাজ করছে। যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর সরকারিভাবে জানানো হয়নি, তবে স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক চলছে।

এখনও পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা যায়নি, তবে সেনা ও বেসামরিক প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং আরও বিশদ তথ্য জানানোর প্রতিশ্রুতি দিয়েছে।

?ref_src=twsrc%5Etfw">May 9, 2025