আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে চরম আঘাত হানল ভারতের প্রতিরক্ষা বাহিনী। মধ্যরাতে 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব দিল ভারত। এরপরই জম্মু ও কাশ্মীরে গোলাবর্ষণ চালাল পাকিস্তানি সেনাবাহিনী। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তানের গোলাবর্ষণে সাতজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৩৮ জন। 

ভারতীয় সেনাবাহিনীর তরফে আগে জানানো হয়েছিল, কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরের ভীমবের গলি এলাকায় গুলিবর্ষণ করেছে পাক সেনা। কিছুক্ষণ পর জানা যায়, নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমানা বরাবর হামলা করেছে তারা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার নিহত সাতজন ভারতীয় নাগরিকের মধ্যে একজন মহিলা ও দু'জন শিশুও রয়েছে। শুধুমাত্র পুঞ্চেই সাতজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। পাশাপাশি বারমুল্লার উরিতে আরও দশজন এবং রাজৌরিতে তিনজন আহত হয়েছেন।