আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডে সরকার নির্বাচনের নির্বাচন। গত কয়েকমাসে সে রাজ্যে একাধিক রাজনৈতিক বদল ঘটেছে। হেমন্তের গ্রেপ্তারি, চম্পাইয়ের মুখ্যমন্ত্রী পদে বসা, হেমন্ত সোরেন ফিরে আসার পর, ফের তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসানোর পর, জেএমএম ছাড়েন বর্ষীয়ান চম্পাই সোরেন।
এই টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার দু’ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেন। মহারাষ্ট্রে ভোট ২০ নভেম্বর, ১৩ নভেম্বর এবং ২০ নভেম্বর ভোট হবে হেমন্ত সোরেনের রাজ্যে। ১৩ নভেম্বর, প্রথম দফায় ঝাড়খণ্ডে ভোট হবে ৪৩টি বিধানসভা কেন্দ্রে। সমীক্ষা বলছে, প্রথম দফার ভোটে ভোট দিতে পারেন প্রায় হাজার এমন মানুষ, যাঁদের বয়স ছুঁয়েছে একশ। প্রায় ৯০০ জন শতবর্ষীর মধ্যে, ৫০০ জন মহিলা বলে জানা গিয়েছে।
ঝাড়খণ্ডে প্রায় ২.৬০ কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যার মধ্যে এক লক্ষের বেশি ভোটারের বয়স ৮৫ বছরের বেশি। জানা গিয়েছে, প্রবীণ, বর্ষীয়ান, শারীরিক প্রতিবন্ধীদের জন্য একগুচ্ছ ব্যবস্থা করা হবে। ঝাড়খণ্ড ভোটে সব ভোটগ্রহণ কেন্দ্র নিচতলায় হবে, বিশেষভাবে সক্ষমদের জন্য থাকবে হুইলচেয়ারের ব্যবস্থা।
