আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের পর থেকেই পারদ চড়ছে। বাড়ছে আতঙ্ক। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পরিস্থিতি বিচারে পাঞ্জাব, কাশ্মীরের একাধিক জায়গায় স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বারামুল্লা, কুপওয়ারা, সাব-ডিভিশন (গুরেজ)-এর সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল এবং শ্রীনগর ও অবন্তীপোরা বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত স্কুলগুলি আগামী দু' দিন, অর্থাৎ ৯ এবং ১০ মে বন্ধ থাকবে। জানানো হয়েছে, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারত-পাক যুদ্ধ আবহে আগামী ১১ তারিখ পর্যন্ত পাঞ্জাবের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
অন্যদিকে, গুরুদাসপুর জেলা প্রশাসন নির্দেশিকা জারি করে জানিয়েছে, বৃহস্পতিবার, ৮ মে, বিকেল পাঁচটা থেকে রাত ন’ টা পর্যন্ত ব্ল্যাকআউট থাকবে সেখানে।
পহেলগাঁওয়ের হামলার পরেই, ৭মে প্রত্যাঘাত করে ভারত। গভীর রাতে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চলে। বুধবারের পর, বৃহস্পতিবার অপারেশন সিঁদুর নিয়ে আরও তথ্য দিল বিদেশ মন্ত্রক। এদিন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, বুধবার রাতে সীমান্তবর্তী ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে পাকিস্তান। এই শহরগুলির মধ্যে রয়েছে অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, চণ্ডীগড়, ভাতিণ্ডা, নাল, ফালোড়ি, উত্তারলাই এবং ভূজ। এছাড়াও সীমান্তবর্তী কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, রাজৌরিতে পাকিস্তানি সেনা নির্বিচারে হামলা চালিয়েছে। ১৬ জনের মৃত্যু হয়েছে এই হামলায়। তার পালটা দিয়েছে ভারত। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে ভারত কোনও সেনাঘাঁটি বা জনবসতি এলাকায় আক্রমণ করেনি।
