আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের পর থেকেই পারদ চড়ছে। বাড়ছে আতঙ্ক। বৃহস্পতিবার দিনভর ভারত-পাক হামলা, পাল্টা হামলায় চিন্তার ভাঁজ বিশ্ব রাজনীতিতেও। যুদ্ধের আবহে, পরিস্থিতি বিচারে একাধিক রাজ্য নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পরিস্থিতির দিকে নজর রেখে, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, নয় এবং দশ মে, অর্থাৎ শুক্র এবং শনিবার জম্মু ও কাশ্মীরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সকলকে সুরক্ষিত থাকার বার্তা দিয়ে নিজের সমাজমাধ্যমেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাকিনা।
পরিস্থিতি বিচারে এবং নিরাপত্তার খাতিরে হিমাচল প্রদেশের উনা জেলায় নয় মে বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।
নয় এবং ১০ মে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে চন্ডীগড়ের।
