আজকাল ওয়েবডেস্ক: মহরমের দিন সকলে মিলে বিরিয়ানি খাবেন বলে ঠিক করেছিলেন। সেই হতো গ্রামের সকলের জন্য তৈরি হয়েছিল বিরিয়ানি আর মিষ্টি শরবত। যা খাওয়ার পরেই ঘটল বিপত্তি। গ্রামসুদ্ধু লোক অসুস্থ হয়ে পড়লেন। অনেকেই ভর্তি হলেন হাসপাতালে। বিরিয়ানি খাওয়ার পর মৃত্যু হয়েছে এক বৃদ্ধের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। রবিবার পুলিশ জানিয়েছে, সাহারানপুরের নানৌটা এলাকায় মহরমের শোভাযাত্রা বেরিয়েছিল। সেই এলাকাতেই স্থানীয় বাসিন্দারা বিরিয়ানি আর শরবত খান। দুপুরে বিরিয়ানি খাওয়ার পরেই একে একে অসুস্থ হয়ে পড়েন অনেকেই।
সন্ধ্যার মধ্যে বহু গ্রামবাসীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ভর্তি করা হয়। জেলা শাসক মণীশ বানসাল জানিয়েছেন, কমপক্ষে ৭০ জনকে শনিবার বিভিন্ন সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন। বাকিরা স্থিতিশীল অবস্থায় বাড়ি ফিরেছেন। বিরিয়ানি খাওয়ার পর অসুস্থ হয়ে ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিরিয়ানি আর শরবত খাওয়ার পরেই গ্রামের বাসিন্দাদের ঘনঘন বমি আর পেটে ব্যথার মতো উপসর্গ দেখা যায়। গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় সকলেই হাসপাতালে ভর্তি ছুটে যান। ইতিমধ্যেই ওই বিরিয়ানি আর শরবতের নমুনা সংগ্রহ করা হয়েছে। খাবারে বিষক্রিয়ার জেরেই ঘটনাটি ঘটেছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
