আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালের খাবার খেয়ে বিষক্রিয়ার জের। প্রাণ গেল এক রোগীর। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭০ জন। যাঁদের মধ্যে একাধিক রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। ইরাগাড্ডার ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থের খাবারে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালের খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন মানসিক রোগীরা। বিষক্রিয়ার জেরে এক রোগীর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ৭০ জন। তার মধ্যে দু'জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁরা ওসমানিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজ নরসিংহের নির্দেশে হাসপাতালে রোগীদের দেখে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। রোগীরা জানিয়েছেন, খাবার খাওয়ার পরেই সকলের ঘনঘন বমি, পেটে তীব্র যন্ত্রণার মতো উপসর্গ দেখা যায়। সোমবার একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলের পর নতুন করে অসুস্থতার খবর পাওয়া যায়নি।
খাবার না জলের কারণে শারীরিক অবস্থার অবনতি রোগীদের, নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছেন তদন্তকারীরা। রোগীদের পরিবারের অভিযোগ, হাসপাতালের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। খাবারের গুণগত মান অত্যন্ত নিম্নমানের। পাশাপাশি নিরাপত্তাও শিথিল। চার দশকের পুরনো হাসপাতালের বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠায়, বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
