আজকাল ওয়েবডেস্ক: অসমে বেআইনি অনুপ্রবেশ রুখতে আরও কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। এবার থেকে আধার কার্ড পেতে হলে আগে এনআরসিতে আবেদন করতে হবে। এনআরসি আবেদনপত্র না দেখাতে পারলে আধার কার্ড পাবেন না সাধারণ মানুষ। শনিবার এমনটাই ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এও জানালেন, নতুন আধার কার্ডের আবেদনের জন্য এনআরসির আবেদনপত্রের রিসিট নম্বর জানাতেই হবে।
মুখ্যমন্ত্রী হিমন্তের আশঙ্কা, সম্প্রতি পড়শি দেশ বাংলাদেশ থেকে বহু মানুষ অসমে ঢুকে পড়ছেন। রাজ্যের চারটি জেলা বরপেটা, ধুবরি, মরিগাঁও এবং নগাঁও-তে জনসংখ্যার চেয়ে বেশি আধার কার্ডের আবেদন জমা পড়েছে। তা থেকেই বেআইনি অনুপ্রবেশ নিয়ে সন্দেহ দানা বেঁধেছে রাজ্য সরকারের। অসমে সাধারণ নিয়মে আর আধার কার্ড দেওয়া হবে না। এর জন্য এনআরসির রিসিট নম্বর জানাতেই হবে। কবে থেকে চালু হবে এই নিয়ম?
হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, পয়লা অক্টোবর থেকে নয়া নিয়ম কার্যকর হবে। আধার কার্ডের আবেদনকারীর কাছে যদি এনআরসির আবেদনপত্র থাকে এবং ২০১৪ সালের আগে থেকে যদি অসমের বাসিন্দা হওয়ার নথি থাকে, তবেই তাঁকে আধার কার্ড দেওয়া হবে। তার আগে জেলার কমিশনার নো অবজেকশন সার্টিফিকেট দেবেন। সেই সার্টিফিকেটের সমস্ত খুঁটিনাটি খতিয়ে দেখবে রাজ্য সরকার। এরপরই আধার কার্ড দেওয়া হবে।
হিমন্তের দাবি, দেশে বেআইনি অনুপ্রবেশ রুখতে অসমের এই পদক্ষেপ সমস্ত রাজ্যে করা উচিত। তিনি এও জানিয়েছেন, এনআরসি করার সময় রাজ্যের যে ৯ লক্ষ ৫৫ হাজার মানুষের রেকর্ড সরকারের কাছে জমা রয়েছে, তাঁদের এই নিয়ম মানতে হবে না। আধার কার্ডে আবেদনের নিয়ম বদলানোর পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়াতেও জোর দিয়েছেন হিমন্ত।
