আজকাল ওয়েবডেস্ক: ভারী বৃষ্টির মাঝেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতুর একাংশ। অফিস টাইমে নদীতে তলিয়ে গেল পরপর একাধিক গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ন'জনের। আহত আরও একাধিক। দুর্ঘটনায় তোলপাড় গোটা রাজ্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরায়। পুলিশ জানিয়েছে, এদিন অফিস টাইমে সেতু দিয়ে বহু গাড়ি, ট্রাক চলাচল করছিল। হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। সকলেই ছুটে এসে দেখেন, গম্ভীরা-মুজপুর সেতুটি মাঝ বরাবর ভেঙে পড়ছে। মাহিসাগর নদীতে তলিয়ে যায় কমপক্ষে চারটি গাড়ি। দু'টি ট্রাক, একটি পিক আপ ভ্যান এবং একটি গাড়ি সেতু থেকে সোজা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী, দমকল, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভদোদরা জেলা প্রশাসনের উদ্যোগে আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। শুরু হয় উদ্ধারকাজ। প্রাথমিকভাবে ন'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ছ'জন। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন,গম্ভীরা সেতু দিয়ে আনন্দ থেকে ভদোদরায় যাতায়াত আরও সহজ হয়। কিন্তু দীর্ঘদিন ধরেই এটির বেহাল দশা। দীর্ঘ যানজটে আটকে পড়েন নিত্যযাত্রীরা। এমনকী এই সেতু থেকে একাধিকবার আত্মহত্যার ঘটনাও ঘটেছে। কী কারণে সেতুটি ভেঙে পড়ল তা ঘিরে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। সেতুটি রক্ষণাবেক্ষণে ত্রুটি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
