আজকাল ওয়েবডেস্ক: এক মর্মান্তিক ঘটনা গুজরাটে। রাজ্যের আড়াবলী জেলায় একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায়। মাঝপথেই আচমকা ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় এক নবজাতক শিশু, একজন ডাক্তার সহ আরও দু'জন- মোট চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে মোডাসা শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল রাজ্যজুড়ে। 

পুলিশ পরিদর্শক ডি বি ভালা জানিয়েছেন, রাত প্রায় ১টা নাগাদ মোডাসা-ধানসুরা রাস্তায় অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। গাড়ির মধ্যে সদ্যোজাত একটি শিশু ছিল। মাত্র একদিন বয়স তার। জানা গিয়েছে, সে অসুস্থ থাকায় তাকে মোডাসার হাসপাতাল থেকে ভালো চিকিৎসার জন্য আমদাবাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।

এই ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁরা হলেন, শিশুর বাবা ৩৮ বছর বয়সী জিগনেশ মোচি, আহমেদাবাদের চিকিৎসক শান্তিলাল রেন্টিয়া (৩০), এবং নার্স ভুরি বেন মানত (২৩)। তবে অ্যাম্বুলেন্সে থাকা বাকি তিনজন, অর্থাৎ চালক এবং মোচির দুই আত্মীয় প্রাণে বেঁচে যান। তাঁরা আগুনে গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভালা জানিয়েছেন, "জিগনেশ মোচি পার্শ্ববর্তী মাহি সাগর জেলার বাসিন্দা। সদ্যোজাত শিশুটির জন্ম থেকেই সমস্যা ছিল। তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই আচমকা অ্যাম্বুলেন্সটিতে আগুন লাগে।"

পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়ির পেছনের দিকে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে চালক একটি পেট্রোল পাম্পের কাছে গাড়িটির গতি কমাচ্ছিলেন। পরিদর্শক ভালা আরও বলেন, "সামনের সিটে বসে থাকা চালক ও মোচির দুই আত্মীয় জখম অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হলেও, শিশু, তার বাবা, ডাক্তার ও নার্স, তাঁরা সকলেই পেছনের দিকে ছিলেন। তাঁরা চারজনই দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।"

খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ছুটে আসেন, কিন্তু ততক্ষণে সবটা শেষ৷ চারজনকে বাঁচানো সম্ভব হয়নি। জেলা পুলিশ সুপার মনোহরসিংহ জাদেজা জানিয়েছেন, ঠিক কী কারণে এমন ভয়ানক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।