আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের ভিড়ে রেকর্ড করল অযোধ্যা এবং বারাণসী। শুধু নতুন বছরের প্রথম দিনেই নয়, অযোধ্যা, মথুরা, মীরজাপুর এবং বারাণসীতে বুধবার থেকে বাড়লে বাড়তি জনতার ঢল। যেভাবে নতুন বছরে ভক্তরা এই জায়গায় ভিড় করল তাতে খুশি সকলেই।
নতুন বছরের প্রথম দিনে রাম মন্দিরে ভক্তদের সংখ্যা ছিল ৫ লক্ষ। সেদিন রামলালাকে দর্শন করতে ভিড় ছিল নজরে পড়ার মতো। ভক্তদের যাতে কোনও ধরণের অসুবিধা না হয় সেজন্য সবদিক নজরে রাখা হয়েছিল। এরপর ভিড় হয় বারানসীর গঙ্গার ঘাটের আরতি দেখার জন্য। কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান জানান যেভাবে সেদিন আরতি দেখার ভিড় জমেছিল তা দেখে বিশ্ববাসী নতুন বার্তা পেয়েছেন।
বারনসীর মনো ঘাটেও সেদিন স্নান করার ভিড় ছিল প্রচুর। ভোর তিনটে থেকে শুরু করে সারাদিন ধরে ভক্তরা পুন্যস্নান করে যান। রামমন্দির ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পাত রাই জানান অযোধ্যায় যেভাবে সেদিক ভক্তরা এসেছিলেন তা থেকেই বোঝা যায় এদেশ কাদের জন্য তৈরি হয়েছে। তবে সমস্ত ব্যবস্থা এত ভালভাবে করা হয়েছে যে সেজন্য বাড়তি কোনও অসুবিধা হয়নি।
একইভাবে হনুমান গ্রাহী মন্দিরে নিজেদের পুজো দেন ভক্তরা। সেখানে প্রায় ৭ থেকে ৮ লক্ষ ভক্তদের সমাগম হয়। সেখানকার বিভিন্ন মন্দিরগুলিতে যেভাবে ভক্তরা নিজেদের সারাদিন কাটিয়েছেন তাতে সকলেই অবাক। উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে প্রচুর মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরেই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। নতুন বছরকে তারা ভগবানের নামেই উৎসর্গ করেন।
