আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের গাজরৌলা এলাকায় এক মর্মান্তিক ঘটনায় ঘুমের মধ্যেই বাবা মায়ের চাপে পড়ে মৃত্যু হল মাত্র ২৬ দিনের এক সদ্যোজাত শিশুর। 

পুলিশ জানিয়েছে মৃত শিশুটির নাম সুফিয়ান। গত ১০ নভেম্বর তার জন্ম হয়। ২৫ বছর বয়সি সাদ্দাম আব্বাসি এবং তাঁর স্ত্রী আসমার একমাত্র সন্তান ছিল সুফিয়ান। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে দম্পতি তাঁদের সদ্যজাত শিশুটিকে বিছানায় দু’জনের মাঝখানে শুইয়ে ঘুমিয়ে পড়ে।

রাতের ঘুমের মধ্যে অজান্তেই বাবা ও মা দু’জনেই পাশ ফিরে শুয়ে পড়ে। সেই সময়েই শিশু সুফিয়ান দু’জনের মাঝখানে চাপা পড়ে যায় বলে পরিবারের অনুমান। রবিবার ভোরে আসমা শিশুটিকে দুধ খাওয়াতে উঠে দেখে, কোনও সাড়া দিচ্ছে না সুফিয়ান।

এরপর দ্রুত শিশুটিকে গাজরৌলা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান সাদ্দাম। তবে হাসপাতালের চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শিশুটির মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে।

পরিবারের সদস্যদের দাবি, জন্মের পর থেকেই সুফিয়ান শারীরিকভাবে দুর্বল ছিল। তার শ্বাসকষ্টের সমস্যা ছিল এবং পরে জন্ডিসেও আক্রান্ত হয়।

ঘটনার পর শিশু বিশেষজ্ঞ ডাক্তার  অমিত ভার্মা জানান, সদ্যোজাত শিশুদের ক্ষেত্রে বড়দের সঙ্গে একই  বিছানায় ঘুমানো অত্যন্ত বিপজ্জনক। এতে অনিচ্ছাকৃতভাবে শ্বাসরোধ হয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাঁর পরামর্শ,  নবজাতকদের সব সময় আলাদা ও নিরাপদ স্থানে শুইয়ে দেওয়া উচিত।

হাসপাতালে সন্তান হারানোর ধাক্কায় বাবা মায়ের মধ্যে কিছুক্ষণের জন্য কথা কাটাকাটি হলেও পরে পরিবারের সদস্যরা তাঁদের সান্ত্বনা দেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।