আজকাল ওয়েবডেস্ক: তোলপাড় ফেলেছে আমদাবাদের বিমান বিপর্যয়ের একাধিক ভিডিও। দুর্ঘটনার মুহূর্ত, একমাত্র জীবিত যাত্রীর আগুনের গোলা থেকে বেরিয়ে আসা দেখে সকলেই শিউরে উঠেছেন। এবার আরও এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, প্রাণ হাতে করে বি জে মেডিক্যাল কলেজের হস্টেলের তিনতলা, দোতলা থেকে নামার চেষ্টা করছেন ডাক্তারি পড়ুয়ারা।
এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানের ৩২ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দর লাগোয়া বি জে মেডিক্যাল কলেজের হস্টেলে ভেঙে পড়েছিল। সেই সময়ে অনেক পড়ুয়া ক্যান্টিনে দুপুরের খাওয়ার খাচ্ছিলেন। এই ঘটনায় সেখানকারও একাধিকজনের মৃত্যু হয়েছে। সেই হস্টেলেরই অপর প্রান্তের এক ভিডিও এখন প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, হস্টেল ভবনের এক পাশে তখন দাউদাউ করে জ্বলছে বিমান। আর ওই হস্টেলের দোতলা থেকে তিনতলা থেকে কোনও রকমে বেয়ে নামার চেষ্টা করছেন পড়ুয়ারা।
New video surfaced in Ahmedabad plane crash
— Kamit Solanki (@KamitSolanki)
After the plane crash, students trapped in BJ Medical's hostel jumped from the balcony to save their lives #AhmedabadPlaneCrash #planecrash #Ahmedabad #PlaneCrashIndia #BJMedicalCollege pic.twitter.com/DqfKcsZMTNTweet by @KamitSolanki
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হস্টেল রুমের ব্যালকনি থেকে কাপড় বেঁধে নীচে ফেলা হয়েছে। তা বেয়েই নামার চেষ্টা করছেন অনেকে। কেউ কেউ সফলও হচ্ছে। ভিডিও দেখেই বোঝা যায়, বাঁচার প্রাণপন চেষ্টা করছেন তাঁরা। অন্যদিকে, দুর্ঘটনাস্থল থেকে চিৎকারের শব্দ আসছে। স্বস্তির বিষয়, এই পড়ুয়াদের কারও কোনও ক্ষতি হয়নি। নিরাপদে এবং অক্ষত অবস্থাতেই তাঁরা বেরিয়ে আসতে পেরেছেন।
দুর্ঘটনার পাঁচ অতিক্রান্ত। ইতিমধ্যে বিপর্যস্ত বিমানের ব্ল্যাক বক্স-সহ ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে। এর আগে ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার হওয়ার কথা জানানো হয়েছিল। যদিও এখনও পর্যন্ত দুর্ঘটনার আসল কারণ সামনে আসেনি। তবে দুর্ঘটনার মুহূর্তের ভিডিও করেছিল এক নাবালক। সেই ভিডিও তদন্তকারীদের অনেক সাহায্য করতে পারে বলে অনুমান করা হচ্ছে।
