আজকাল ওয়েবডেস্ক: রেলমন্ত্রীর জন্মদিনের দিনই ঘটে গেল রেল দুর্ঘটনা। বৃহস্পতিবার ১৮ জুলাই দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জন্মদিন। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেকেই। তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য রেলমন্ত্রীও প্রধানমন্ত্রীকে তাঁর এক্স হ্যান্ডেল-এ ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু সুর কেটে যায় উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনার পর।
?ref_src=twsrc%5Etfw">July 18, 2024
Best wishes from Dibrugarh Express derailment site..... https://t.co/Kgbxi2d5Y5 pic.twitter.com/2WySbMbNnB
— Rounak Surolia ???????? (@rounak_0203)Tweet by @rounak_0203
প্রধানমন্ত্রী রেলমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে যে পোস্ট করেছিলেন সেটিকে রিপোস্ট করে ক্ষতিগ্রস্ত ডিব্রুগড় এক্সপ্রেসের কামরার ছবি দিয়ে নেটিজেনরা অনেকেই পোস্ট করেছেন। কেউ তাঁর পোস্টে লিখেছেন 'বেস্ট উইশেস ফ্রম ডিব্রুগড় এক্সপ্রেস ডিরেইলমেন্ট সাইট।' আবার কেউ বা লিখেছেন 'নো অ্যামাউন্ট অফ ট্রেন ডিরেইলমেন্টস ক্যান ডিরেইল অশ্বিনী বৈষ্ণব ফ্রম হিজ রিজল্ভ।' আবার এই মন্তব্যও দেখা গিয়েছে, 'স্যার ও তো আপ সে বড়া খিলাড়ি হ্যায়।' অন্যদিকে, গোন্ডায় এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর জানা গিয়েছে। আহত হয়েছেন অনেকেই। উদ্ধারকাজে প্রথমে স্থানীয়রা হাত লাগান। এরপর রেলের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। চলছে উদ্ধারের কাজ।
