আজকাল ওয়েবডেস্ক: বিমান পরিষেবায় ফের নতুন পালক। চলতি বছরের মার্চ মাস থেকেই নভি মুম্বই বিমানবন্দর তাদের ঘরোয়া বিমানযাত্রা শুরু করতে চলেছে। এখানেই শেষ নয়, তারা আন্তর্জাতিক উড়ান শুরু করবে এপ্রিল মাস থেকে। মুম্বই বিমানবন্দর থেকে যাবতীয় চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
গত বছরের ২৯ ডিসেম্বর প্রথম এথানে ট্রায়াল রান শুরু করা হয়েছিল। এরপর থেকে সকলেই সবুজ সঙ্কতের অপেক্ষা করছিল। আর এবার সেই সবুজ সঙ্কেত পেতেই দ্রুত এই পরিষেবা চালু করতে মরিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ।
দেশের বিভিন্ন বিমানবন্দরেই যাত্রীদের চাপ থাকে। সেদিক থেকে দেখতে হলে যদি নতুন একটি বিমানবন্দর চালু হয়ে যায় তাহলে খুব একটা খারাপ হবে না। এখান থেকে যদি ঘরোয়া এবং আন্তর্জাতিক উড়ান শুরু হয়ে যায় তাহলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এখানকার যাত্রীরা। পাশাপাশি মুম্বই বিমানবন্দরে যাত্রীদের চাপ কমার ফলে সেখান থেকে আরও অন্য উড়ান চালু হতে পারবে।
অনেক সময় দেখা যায় বিমানবন্দর খালি না থাকার কারনে মাঝ আকাশে চক্কর কাটতে থাকে বিভিন্ন বিমান। সেখানে অনেক সময় যাত্রী পরিষেবা নিয়ে নানা ধরণের প্রশ্ন উঠতে থাকে। তবে সেদিক থেকে দেখতে হলে যদি এবার নভি মুম্বই থেকে বিমান ওঠানামা শুরু হয়ে যায় তাহলে সেটা অনেকটাই সুবিধা দেবে।
এই খবর প্রকাশিত হতেই আনন্দ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। তারা বলছেন যদি নভি মুম্বই থেকে বিমান পরিষেবা শুরু হয়ে যায় তাহলে তারা অনেকটাই স্বস্তি পাবেন। এখান থেকে যদি দেশ-বিদেশে তারা যাতায়াত করতে পারেন তাহলে তাদের ছুটে গিয়ে মুম্বই যেতে হবে না। এটি তাদের কাছে বাড়তি পাওনা।
