আজকাল ওয়েবডেস্ক: পুনের হিঞ্জেওয়াড়িতে ২১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক তরুণী। বুধবার ভোর পৌনে পাঁচটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। মাত্র ২৫ বছরের তরুণীর এই ভয়ানক পরিণতি দেখে চমকে উঠেছে দেশ। মৃত তরুণীর নাম অভিলাষা ভাউসাহেব কোথিম্বিরে।
সিসিটিভি ফুটেজ মারফত জানা গিয়েছে, আনুমানিক ভোর ৪:৩০ মিনিটে অভিলাষা তাঁর কমপ্লেক্সে প্রবেশ করেন। লিফটে করে ২১ তলায় তাঁর অ্যাপার্টমেন্টে যান অভিলাষা। কর্তৃপক্ষের মতে, কিছুক্ষণ পরেই তিনি অ্যাপার্টমেন্টে থেকে লাফিয়ে পড়েন বলে জানা গিয়েছে।
তাঁর ঘর থেকে উদ্ধার করা হয় একটি সুইসাইড নোট। তাতে লেখা ছিল,'দুঃখিত, আমাকে ক্ষমা করুন। আমি স্বেচ্ছায় এটা করছি। আমার আর বেঁচে থাকার কোনও ইচ্ছা নেই।'
একজন তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন অভিলাষা। পুলিশ সন্দেহ করছে , তিনি হয়তো ক্রমাগত ডিপ্রেশনের সঙ্গে লড়ছিলেন। যদিও তাঁর এই সিদ্ধান্তের আসল কারণ এখন তদন্তাধীন। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া গিয়েছে,অভিলাষার শরীরের বিভিন স্থানে গুরুতর আঘাত লেগেছে।
হিঞ্জেওয়াড়ি থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর কানহাইয়া থোরাট জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগ দায়ের করেছে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে তারা। তিনি আরও বলেন ,এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি।
