আজকাল ওয়েবডেস্ক: মুসলিম বিধবা মেয়েদের সঙ্গে মানালিতে ঘুরতে গিয়েছিলেন। যা নিয়ে কেরলের এক মুসলিম ধর্মগুরুর তোপে ৫৫ বছর বয়সী ওই বিধবা। যা নিয়ে নেটপাড়ায় প্রবল শোরগোল পড়েছে। অনেকেই নারী স্বাধীনতা এবং অধিকার সম্পর্কে মুসলিম ধর্মগুরুর মতামত নিয়ে প্রশ্ন তুলেছেন।
সম্প্রতি মানালিতে তাঁর মেয়েদের সঙ্গে কোঝিকোড়ের বাসিন্দা নাফিসুম্মা তুষারপাত উপভোগ করছিলেন। সেই একটি ভিডিও ভাইরালহয়। যা নিয়েই এই বিতর্ক বাঁধে। ভাইরাল ভিডিও ক্লিপে, ৫৫ বছরের মহিলাকে বরফ নিয়ে খেলাধুলাকরে দেখা যায়। সেই মুহূর্তগুলি অনেককেই জীবন উপভোগ করতে উৎসাহিত করছে।
তবে, নাফিসুম্মা এই আনন্দময় ভ্রমণ মুসলিম ধর্মগুরুর ভালো লাগেনি। প্রচণ্ড অসন্তুষ্ট তিনি। ধর্মগুরু ইব্রাহিম সাকাফি পুজাক্কাথিরিতে বলেছেন, "আপনি হয়তো একজন বৃদ্ধ মহিলার ভিডিও দেখেছেন। তাঁর স্বামী ২৫ বছর আগে মারা গিয়েছেন। এক কোণে বসে প্রার্থনা করার পরিবর্তে, তাঁকে অন্য রাজ্যে ভ্রমণ করতে এবং বরফ নিয়ে খেলতে দেখা যাচ্ছে। তিনি সবাইকে ডেকে বলছেন এটাই জীবন। এটাই সমস্যা।" সাকাফি তার বক্তৃতার সময় বলেন।
নাফিসুম্মার মেয়ে জিসনা ধর্মগুরুর বক্তব্যে গভীর দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, "আমার মা খুব কষ্ট পেয়েছেন এবং কাঁদছেন। তিনি বাইরে যেতে পারছেন না কারণ সবাই তাঁকে ধর্মগুরুর কথা সম্পর্কে জিজ্ঞাসা করছে। যে মহিলা তাঁর স্বামীকে হারিয়েছেন, তাঁদের কি পৃথিবী দেখার কোন অধিকার নেই?"
এরপরই ইব্রাহিম সাকাফি মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। নাফিসুম্মা সমর্থনে ঝাঁপিয়ে পড়ে নেটদুনিয়া। নেটিজেনদের মতে, বিধবাদের, অন্য যে কারও মতো জীবন উপভোগ করার এবং ঘুরতে যাওয়ার অধিকার রয়েছে। অনেকেই এই ধরণের বিধিনিষেধমূলক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন যা নারীদের, বিশেষ করে বিধবাদের, কীভাবে তাদের জীবনযাপন করা উচিত তা নির্ধারণ করে।
নাফিসুম্মার ভিডিও, যা অনলাইনে ব্যাপকভাবে শেয়ার হয়েছিল, সেখানেই তাঁকে তার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে, যাকে 'দারুন মুহূর্ত' বলা হয়েছে।
