আজকাল ওয়েবডেস্ক: মুম্বইতে নৃশংস ঘটনা। বাবার হাতে খুন হতে হল ২০ বছরের ছেলেকে। তার দোষ ছিল একটাই নিজের সৎমাকে মা বলে ডাকেনি সে। মুম্বই সেশন কোর্টে যখন এই মামলা ওঠে তখন অভিযুক্ত বাবাকে সারাজীবনের মত জেলে রাখার নির্দেশ দেওয়া হল। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের আগস্ট মাসে।

 

সেলিম আলি ইব্রাহীম শেখ তার ছেলে সেলিম শেখকে নিজের হাতে ছুরি দিয়ে খুন করেছিল। এই ঘটনার জেরে সেদিন উত্তাল হয়ে উঠেছিল গোটা মুম্বই শহর। সেদিন সকাল ৯ টার পর থেকেই বাবা এবং ছেলের মধ্যে বিবাচ চরমে উঠে যায়। ছেলে সেদিন কিছুতেই তার সৎমাকে মা বলে ডাকতে চায়নি। এরপরই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে তার বাবা। ধারালো অস্ত্র দিয়ে নিজের ছেলেকে হত্যা করে সে।

 

পুলিশ এসে দেখে ঘরেতে ছেলের দেহ পড়ে রয়েছে। গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছে। তারে ধরালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়েছে। এই মামলা যখন আদালতে ওঠে তখন অভিযুক্ত বাবা দাবি করে তিনি তার ছেলেকে হত্যা করেননি। তার ছেলে নিজেই আত্মহত্যা করেছে। তার ছেলে নানা ধরণের মাদক নিত বলেও দাবি করে তার বাবা। তাকে বাধা দিয়ে বহুবার নিজে আঘাত পেয়েছে বলেও আদালতে সেদিন জানিয়েছিল তার বাবা।

 

ইব্রাহীমের স্ত্রী তাকে সমর্থন করে। সেও আদালতে জানায় ছেলের হাতে বারে বারে আঘাত পেয়েছে তার বাবা। তবে সমস্ত প্রমাণ দেখে গোটা ঘটনার সত্য জানতে পারে আদালত। তারা ইব্রাহীমের মাকে প্রশ্ন করে কেন তার স্বামীর আক্রান্ত হওয়ার খবর সে থানায় গিয়ে জানায়নি। এরপরই অভিযুক্তকে সাজা দেয় আদালত। স্বামীর হয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জেরে শাস্তি হয় তার স্ত্রীরও।