আজকাল ওয়েবডেস্ক: ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার অন্যতম অভিযুক্ত তাহাওয়ুর রানাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যার্পণ করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা ও তদন্ত সংস্থার একটি বিশেষ দলের সঙ্গে তিনি একটি বিশেষ বিমানে দেশে আসছেন এবং আগামীকাল ভোরে দিল্লিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সূত্র অনুযায়ী, বিমানটি একটি 'অজ্ঞাত' স্থানে বিরতি নিয়ে দিল্লি পৌঁছাবে। দিল্লি ও মুম্বইয়ের দুটি জেলে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। দিল্লিতে পৌঁছেই রানাকে জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র আদালতে পেশ করা হবে। পরে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তাদের হেফাজতে নেবে।
পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহাওয়ুর রানা লস্কর-ই-তইয়েবা-এর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তিনি ডেভিড হেডলির জন্য মুম্বাইয়ের ম্যাপ জোগাড়ে সাহায্য করেছিলেন, যিনি হামলার আগে মুম্বইয়ের বিভিন্ন স্থানে নজরদারি চালিয়েছিলেন।
রানা নিজেও ২০০৮ সালের ১১ থেকে ২১ নভেম্বরের মধ্যে মুম্বই সফর করেন এবং হামলার প্রস্তুতি খতিয়ে দেখেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। হামলায় ১৭০-র বেশি মানুষ প্রাণ হারান।
২০২০ সালে ভারতের অনুরোধে তার প্রত্যার্পণের আইনি প্রক্রিয়া শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রত্যার্পণের অনুমোদন দেন। সম্প্রতি, মার্কিন সুপ্রিম কোর্ট তার আবেদনের খারিজ করে দেয়।
রানা বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন। তার প্রত্যার্পণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
