আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে সোমবার সুপ্রিম কোর্ট এক ব্যতিক্রমী মামলার শুনানিতে মজার মোড় নিল। স্বঘোষিত মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের প্রপৌত্রবধূ সুলতানা বেগম লালকেল্লার মালিকানা ফেরত চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন।
তাঁর দাবি, ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাঁর পূর্বপুরুষদের কাছ থেকে জোর করে লালকেল্লা কেড়ে নিয়েছিল, তাই সেটি এখন তাঁকে ফেরত দিতে হবে। শুধু তাই নয়, ১৮৫৭ থেকে আজ পর্যন্ত ক্ষতিপূরণও চাই!
কিন্তু মামলাটি শুনেই প্রধান বিচারপতি সঞ্জীব খন্না হালকা হাসিতে বলে ফেলেন, “শুধু লালকেল্লা কেন? ফতেপুর সিক্রীকেও ছেড়ে দেবেন না নাকি?”
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এই আবেদন সম্পূর্ণ ভ্রান্ত এবং "অতিমাত্রায় বিভ্রান্তিকর"। উল্লেখ্য, দিল্লি হাইকোর্ট ২০২১ এবং ২০২৪ সালেই এই মামলা খারিজ করে দিয়েছিল।
এদিকে নেটদুনিয়ায় চলছে হাসির ঝড়—
"তাজমহলও বুকিং দেবেন না ম্যাডাম?"
"বেগম সাহেবা কি লালকেল্লায় ফ্ল্যাট চাইচ্ছেন?"
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "মুঘলরা চলে গেছে, কিন্তু দাবিদাররা এখনও ফর্মে!"
সুলতানা বেগমের রাজকীয় আবেদনে বিচারপতিরা যে মুঘল হাবভাব দেখালেন, তাতে ইতিহাস আর আদালত যেন একসাথে হাসল!
