আজকাল ওয়েবডেস্ক: ভরা সংসার ছেড়ে প্রতিবেশী কিশোরের সঙ্গে পালালেন এক গৃহবধূ। কিশোর বলে, আপাতত বিয়ে করতে পারবেন না। কিন্তু সে ১৮ বছরে পা দিলেই, আরও একটি নতুন অধ্যায় শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনায় শোরগোল যোগীরাজ্যে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহায়। জানা গেছে, আট বছর আগে সৈয়দের সঙ্গে বিয়ে সারেন শবনম। বর্তমানে তিনি তিন সন্তানের মা। এক বছর আগের এক দুর্ঘটনাই তাঁর জীবনে আরও একটি নতুন মোড় নিয়ে এল।
গতবছর দুর্ঘটনার কবলে পড়েন সৈয়দ। তারপর থেকে তিনি শয্যাশায়ী। তখন থেকেই প্রতিবেশী কিশোরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ২৬ বছরের গৃহবধূর। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হতেই অশান্তি শুরু হয় বাড়িতে। পঞ্চায়েতেও আলোচনাও হয়। সেখানেই দুই পরিবারের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, শবনম নিজের ইচ্ছেয় যা খুশি করতে পারেন।
সম্প্রতি ওই কিশোরের সঙ্গেই পালিয়ে গেছেন শবনম। এরপর নিজের নাম পরিবর্তন করেন। বর্তমানে তিনি শিবানী নামে পরিচিত। কিশোর ১৮ বছরে পা দিলেই আইনি বিয়ে সারবেন তাঁরা। জানা গিয়েছে, এর আগে দু'বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গৃহবধূ। এবার তৃতীয় বিয়ের জন্য মুখিয়ে আছেন।
