আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি উত্তর প্রদেশে মহরমের দিন ২২ বছর বয়সী এক যুবতী নিখোঁজ হন। বারাবাঁকির একটি হোটেলের পিছনে সন্দেহজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ফতেহাবাদ বনাঞ্চলে ওই যুবতীর অর্ধ-নগ্ন দেহ উদ্ধার হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য চারিদকে৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুবতী মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ হন৷ রবিবার বেগমগঞ্জের কারবালার মেলায় মায়ের সঙ্গে ঘুরতে যান। সন্ধ্যা ৭:৩০ নাগাদ ভিড়ের মধ্যে হঠাৎ মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। সারারাত ধরে খুঁজেও হদিস না পাওয়ার পর, পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় খবর দেন।

সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা থানায় গেলে ফতেহাবাদ এলাকার হোটেলের পিছনে পাওয়া এক যুবতীর মৃতদেহের ছবি তাঁদের দেখানো হয়। তাঁরা শনাক্ত করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ 

পুলিশ জানিয়েছে মৃতদেহ অর্ধ-উলঙ্গ অবস্থায় মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায়। যৌন নির্যাতন হয়েছে কিনা তা এখনও নির্ধারণ করা যায়নি। ফরেনসিক নমুনা সংগ্রহ সহ ডাক্তারদের একটি প্যানেল গঠন করা হয়েছে। সূত্রে জানা গিয়েছে যুবতী মানসিকভাবে স্থিতিশীল ছিলেননা। এমনকি শারিরীক ভাবেও দুর্বল ছিলেন৷ বর্তমানে ঘটনার পূর্ণ তদন্ত জারি রয়েছে৷ দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে৷