আজকাল ওয়েবডেস্ক: শ্রীনগরে বিস্ফোরণের শব্দ। চরম আতঙ্ক। সেসবের মধ্যেই অবিকল মিসাইলের মতো দেখতে কিছু একটা আছড়ে  পড়েছে শ্রীনগরের ডাল লেকে। 

শ্রীনগরের অন্যতম পর্যটনস্থল ট্যুরিস্ট স্পট ডাল লেক। সেখানে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

মিসাইলের মতো দেখতে ওই বস্তু লেকের জলে পড়তেই ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। আপাতত ওই বস্তু উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

?ref_src=twsrc%5Etfw">May 10, 2025

একই সময়ে শহরের লসজন এলাকা থেকেও সন্দেহভাজন বস্তু উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। গত দু-তিন দিন ধরে পাক সেনার ড্রোন হানা চলছে, ভারতীয় সেনাও তা রুখতে প্রত্যাঘাত চালাচ্ছে। ইতিমধ্যেই ধর্মীয় স্থান, স্কুল, হাসপাতালকে নিশানা করতে শুরু করেছে পাকিস্তানিরা। 

শনিবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি জানান, শ্রীনগরের কাছে এয়ারবেস, অবন্তীপুরা ও উধমপুরে পাকিস্তানি সেনা নিরীহ নাগরিকদের টার্গেট করছে। আন্তর্জাতিক নিয়ম ভেঙে কাপুরুষের মতো হামলা চালানো হচ্ছে পাক সেনার তরফে।

অন্য দিকে ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতির মাঝে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ফোন করলেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্করকে। শনিবার জয়শঙ্কর এক্স হ্যান্ডলে জানিয়েছেন, মার্কিন বিদেশ সচিবের সঙ্গে এ দিন সকালে তাঁর কথা হয়েছে। ভারতের দৃষ্টিভঙ্গি সর্বদাই দায়িত্বশীল ও নিয়ন্ত্রিত ছিল, থাকবেও।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশক দারের সঙ্গেও কথা বলেন মার্কো রুবিয়ো। পাক সংবাদমাধ্যম ডন এমনই দাবি করেছে। পাকিস্তানি সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গেও কথা হয় মার্কোর। সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনার পরামর্শ দিয়েছেন বলেও খবর।