আজকাল ওয়েবডেস্ক: যোগী রাজ্যে ফের ধর্ষণের অভিযোগ। বুধবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ । ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার উত্তপ্ত হয় এলাকা। স্থানীয়রা প্রতিবাদে দোকান ভাঙচুর করেন, আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতেও। ধর্ষণের ঘটনায় পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। 

 

ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, নাবালিকার বাড়ির পিছনের দরজা দিয়ে প্রবেশ করে, নিজের সহযোগীদের সহায়তায় তাকে জোর করে মাদকাসক্ত করে যৌন নির্যাতনের। নাবালিকাকে মারধরের অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। 

 

একজনকে গ্রেপ্তার করা হলেও, স্থানীয়রা দাবি করছেন, এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। সমগ্র ঘটনা এবং একাধিক ব্যক্তি জড়িত হওয়ার পরেও কেবল একজনকে গ্রেপ্তার করার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষুব্ধ জনতা পথে নামে। স্থানীয় এলাকা ছাড়াও, লিঙ্ক রোড পুলিশ স্টেশনে বাইরেও বিক্ষোভ দেখায় জনতা। অভিযুক্তদের কড়া শাস্তি দাবি করেছেন তাঁরা।