আজকাল ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের উধামপুর জেলায় জঙ্গিদের হামলার জেরে নিহত হল এক সিআরপিএফ জওয়ানের। এদিন এই এলাকায় তল্লাশি অভিযান চলার সময় হঠাৎ হামলা চালায় জঙ্গিরা। তারপরই চলে গুলির লড়াই। এর জেরে মৃত্যু হয় ওই সিআরপিএফ জওয়ানের।
উধামপুর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে জঙ্গিরা হঠাৎ গুলি চালাতে শুরু করে। ফলে প্রথম দিকে খানিকটা বেসামাস হয়ে যায় সেনারা। পরে পাল্টা দিতে শুরু করলে পিছু হঠে জঙ্গিরা। তবে এই হামলার জেরে একজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু ঘটেছে। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা। গোটা এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি অভিযান। নিহত জওয়ানের নাম কুলদীপ সিং। তিনি ১৮৭ ব্যাটালিয়ানের অংশ।
গভীর জঙ্গলে লুকিয়ে থেকে হঠাৎ হামলা করার জেরেই এই ঘটনা বলেই জানা গিয়েছে। তবে উভয়ের মধ্যে বেশ খানিক সময় ধরে গুলি বিনিময় হয়। পরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। কিন্তু ততক্ষণে জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায় গভীর জঙ্গলে। জানা গিয়েছে কাঠুয়া এবং ডোডা জেলায় গভীর জঙ্গল রয়েছে। তারই সুযোগ নিয়ে জঙ্গিরা বারে বারে হামলা করছে।
জঙ্গল থাকার ফলে অতর্কিত হামলা করে তারা এক স্থান থেকে অন্যত্র দ্রুত পালিয়ে যাচ্ছে। ৯ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরে এসেছিলেন। তারপর থেকে এই নিয়ে দুজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হল। ১১ জুন কাঠুয়াতে মৃত্যু হয় এক জওয়ানের। এরপর ফের আরেক জওয়ানের মৃত্যু ঘটল।
