আজকাল ওয়েবডেস্ক:‌ ভুল স্বীকার করে নিল মেটা। ২০২৪ সালে ভারতে সাধারণ নির্বাচন নিয়ে মেটা প্রধান মার্ক জুকারবার্গ যে মন্তব্য করেছিলেন, তা যে অসাবধানতাবশত ছিল তা স্বীকার করে নিয়েছেন সংস্থার ভারত শাখার সহ সভাপতি (‌পাবলিক পলিসি)‌ শিবনাথ ঠুকরাল। 


রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছিলেন, ‘‌বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৬৪০ মিলিয়ন ভোটার ভোট দিয়েছিলেন। দেশের মানুষ নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ জোটের উপর আস্থা রেখেছেন। কিন্তু মেটা প্রধান মার্ক জুকারবার্গ দাবি করেছিলেন, ভারত সহ অন্যান্য দেশের সরকারগুলি কোভিডের পরের নির্বাচনে হারের মুখ দেখতে চলেছে।’‌ যা আদতে হয়নি।


তাই এবার ভুল স্বীকার করল মেটা। এক্সে ঠুকরাল বলেছেন, ‘‌মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি। মার্কের পর্যবেক্ষণ ২০২৪ সালের নির্বাচনে অনেক দেশের ক্ষেত্রেই ঘটেছে। কিন্তু ভারতের ক্ষেত্রে তা হয়নি। এই ভুলের জন্য আমরা দুঃখিত। মেটার কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ।’‌ 


প্রসঙ্গত, পার্লামেন্টের সংসদীয় প্রধান কমিটির বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে একদিন আগেই জানিয়েছিলেন, এই ধরনের ভুল তথ্য ছড়ানোর জন্য মেটাকে সমন পাঠানো উচিত। তারপরেই এই ক্ষমাপ্রার্থনা মেটার।


এটা ঘটনা, ২০২৪ সালের ১০ জানুয়ারি এই মন্তব্য করেছিলেন মার্ক জুকারবার্গ। তাঁর বক্তব্য ছিল, কোভিডের পর সব দেশেরই অর্থনীতি ভেঙে পড়েছে। অনেক দেশই এই জায়গা থেকে বেরতে পারেনি। ফলে বর্তমান সরকারগুলির উপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে জনগনের। কিন্তু আদতে তা হয়নি।