আজকাল ওয়েবডেস্ক: উপেন্দ্র এবং শিবম। একজনের বয়স ২২, একজনের ২৩। দুই যুবক নয়ডা, সেক্টর ৭০-এর বাসিল-এ বসবাস করতেন একটি ছোট ঘর ভাড়া নিয়ে। দিন গুজরান হত ছোলে-বাটুরে বিক্রি করে। ঠিক ছিল পরের দিন সকালেও দোকান খুলবেন, সেই মতো রান্না প্রস্তুতি নিচ্ছিলেন আগের দিন রাত থেকেই, যেমনটা করেন প্রতিদিন। আর সেই ছোলে রান্না করতে গিয়েই গেল প্রাণ। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, শ্বাসরোধে প্রাণ গিয়েছে তাঁদের।
ওই দুই যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, তাঁরা ঘরের মধ্যে উনুনে ছোলে রানা করতে করতেই ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে বিক্রি করার জন্য রাতভর সিদ্ধ করছিলেন বলে মনে করা হচ্ছে।
ঘরের দরজা বন্ধ থাকার কারণে, গোটা ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। শ্বাসরোধের কারণে তাঁদের মৃত্যু, প্রাথমিকাভবে মনে করা হচ্ছে তেমনটাই।
নয়ডা সেন্ট্রাল জোনের এসিপি ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ঘরের দরজা বন্ধ থাকায় ঘরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। অন্যদিকে জ্বলন্ত খাবারের ধোঁয়ার সাথে মিলিত হওয়ার ফলে বদ্ধ ঘরে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছিল, যে কারণে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।
স্থানীয়রা তাঁদের বন্ধ দরজা থেকে ধোঁয়া বেরোতে দেখেই তৎপর হন। ডাকাডাকিতে সাড়া না মেলায় দরজা ভাঙেন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
