আজকাল ওয়েবডেস্ক: বহুজন সমাজ পার্টি থেকে নিজের ভাইপো আকাশ আনন্দকে বহিষ্কার করলেন দলের সুপ্রিম মায়াবতী। আকাশকেই রাজনৈতিক উত্তরাধিকারী বলে বেচে নিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু, রবিবার দলের সমস্ত পদ থেকে ভাইপোকে সরিয়ে দেন বহেনজি। জাতীয় কো-অর্ডিনেটর পদে আকাশের পরিবর্তে আনা হয় তাঁর বাবা আনন্দ কুমারকে। এর একদিন কাটতে না কাটতেই সোমবার আকাশকে বহিষ্কার করে দিলেন মায়াবতী। 

কী কারণে এই চরম পদক্ষেপ? কারণ জানিয়ে আজ এক্স হ্যান্ডেলে মায়াবতী লেখেন, 'গতকাল বিএসপির সর্বভারতীয় বৈঠকে আকাশ আনন্দকে দলের জাতীয় কোর্ডিনেটর-সহ সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ তাঁকে দল থেকে বহিষ্কার করা হল। কারণ আকাশ তাঁর শ্বশুর অশোক সিদ্ধার্থের কথায় প্রভাবিত হয় কাজ করছিল। দলবিরোধী কাজের জন্য অশোককেও বিএসপি থেকে বের করে দেওয়া হয়েছিল। দলের ঊর্ধ্বে গিয়ে তাঁরা নিজেদের স্বার্থে কাজ করছিলেন। তাই পরম শ্রদ্ধেয় বাবা সাহেব আম্বেদকরের আত্মসম্মান ও আত্মমর্যাদাবোধের স্বার্থে এবং শ্রদ্ধেয় শ্রী কাঁশিরাম জির অনুশাসনের ঐতিহ্য অনুসরণ করে আকাশ আনন্দকে তাঁর শ্বশুরের মতো দল থেকে বহিষ্কার করা হল। এই সিদ্ধান্ত আমাদের দল ও আন্দোলনের স্বার্থে নেওয়া হয়েছে।'

মায়াবতী সপ্তাহান্তে অশোক সিদ্ধার্থকে দল থেকে বহিষ্কার করেছিলেন। তাঁর বিরুদ্ধে দল ভাঙানো, উপদল তৈরির অভিযোগ এনেছিলেন। এক বিবৃতিতে, বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী বলেছেন যে তিনি, "উত্তরপ্রদেশ-সহ সমগ্র দেশে দু'টি উপদলের মধ্যে বিভক্ত করে দলকে দুর্বল করার এই জঘন্য কাজটি করেছেন সিদ্ধার্থ, যা একেবারেই বরদাস্ত করা হবে না।"

গত বছরের মে মাসে, মায়াবতী আকাশ আনন্দকে "অপরিণত" হিসেবে চিহ্নিত করে দলের সকল গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করেছিলেন। কিন্তু এক মাস পরেই, তিনি দলের জাতীয় সমন্বয়কারী পদে আকাশের নাম ঘোষণা করেন এবং ইঙ্গিত দেন যে তিনিই তার রাজনৈতিক উত্তরাধিকারী হবেন। 

এখন প্রশ্ন হল যে, কী হবে আকাশের ভবিষ্যৎ।