আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় বড়সড় বদল আসতে চলেছে। ১৯৪৬ সালে বেসিক পে যেখানে ছিল ৫৫ টাকা। এখন তা মাসে ১৮ হাজার টাকা।
নিয়মিত ব্যবধানে পে কমিশন কর্মচারীদের বেতন ও পেনশন নিয়ে সুপারিশ করেছে। তা মেনেও নিয়েছে কেন্দ্র। এবার অষ্টম পে কমিশনের পালা। এটা ঘটনা, প্রতিটি পে কমিশনই কর্মী সুরক্ষার কথা ভেবে বেতন কাঠামোর সুপারিশ করেছে। তার মধ্যে বেতন, ভাতা সহ অন্যান্য বিষয়গুলিও ছিল।
এবার অষ্টম পে কমিশনের পালা। এই কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। সেই সুপারিশ কার্যকর হলে কর্মচারীদের বেসিক পে ১৮ হাজার থেকে বেড়ে হতে পারে ৫১ হাজার টাকা।
সপ্তম পে কমিশনে যেমন বেসিক পে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হয়েছিল। এবার অষ্টম পে কমিশনে তা অন্তত তিন গুণ বেড়ে যাওয়ার কথা।
আর তা হলে এক জন কর্মচারীর বেসিক পে হবে ৫১,৪৮০ টাকা। বেসিক পে বেড়ে যেতে পারে প্রায় ১৮৬ শতাংশ।
যেমন বেসিক পে যার এখন ১৮ হাজার, তার আগামী বছরের শুরুতেই বেড়ে হতে পারে ৫১,৪৮০ টাকা। যাদের ১৯,৯০০ টাকা তাদের বেড়ে হতে পারে ৫৬,৯১৪ টাকা। এভাবে দশটি পর্যায় ভাগ করা হয়েছে। একেবারে দশম পর্যায়ে বেসিক পে ৫৬,১০০ টাকা থেকে বেড়ে সর্বোচ্চ ১,৬০,৪৬৬ টাকা হতে পারে।
