আজকাল ওয়েবডেস্ক: ঘুমের মধ্যে স্ত্রী, সন্তানদের মুখে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগে স্বামীর বিরুদ্ধে। অ্যাসিডে ঝলসে ক্ষতবিক্ষত তিনজনেই। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। হাসপাতালে শুয়েই স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন স্ত্রী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহাজাহানপুরে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে টিকরি গ্রামে এক যুবতী ও তাঁর দুই কন্যাসন্তানের মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় তাঁর স্বামী। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। সেদিন রাতেই বাবার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তার একমাত্র ছেলে। 

 

পুলিশ আরও জানিয়েছে, টিকরি গ্রামে দুই মেয়ে, এক ছেলেকে নিয়ে থাকেন ৩৯ বছরের যুবতী‌। তাঁর অভিযোগ, স্বামী নিয়মিত মদ্যপান করত এবং মারধর করত। বাড়ির জিনিসপত্র বিক্রি করে মদের টাকা জোগাড় করত। টাকা না পেলেই তাঁকে মারধর করত। এর জেরেই স্বামীকে ছেড়ে টিকরি গ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি। 

 

যুবতীর দাবি, স্বামীর সন্দেহ ছিল, তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। যা ঘিরে একাধিকবার তর্কাতর্কি হয় তাঁদের মধ্যে। অবশেষে শনিবার রাতে পাঁচিল টপকে ঘরে ঢুকে পড়ে সে। ঘুমন্ত অবস্থায় তিনজনের মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় সে। এই ঘটনার পর থেকে সে পলাতক। অভিযোগ দায়ের হতেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।