আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মরশুমে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই মজার ভিডিও ছড়িয়ে পড়ে। কখনও বিয়েতে হুল্লোড়ের, কখনও বা মজার কোনও রীতি রেওয়াজের মুহূর্ত। তেমনই বিয়ের অনুষ্ঠানে দম্পতি, যুগলের বচসাও ইদানিং ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে। যা দেখে অনেকেরই চোখ ছানাবড়া হয়ে যায়। কেউ কেউ আবার মজাও পান। 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তেমন এক ভিডিও। বিয়ের অনুষ্ঠানে এক দম্পতির মারপিটের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিয়ের অনুষ্ঠানে নাচ করছিলেন এক যুবতী। তাঁর আশেপাশে ছিলেন নিমন্ত্রিতরাও। মন খুলে সকলের সঙ্গে নাচ করছিলেন তিনি। সেই সময়েই আচমকা যুবতীকে মারধর করতে শুরু করেন তাঁর স্বামী। তাও আবারও সর্বসমক্ষে। 

 

একটি ভিডিওতে দেখা গেছে, যুবতী নিমন্ত্রিতদের মাঝে উদ্দাম নাচে মগ্ন। আচমকাই সকলের মাঝে ঢুকে স্ত্রীকে পরপর একাধিকবার লাথি মারেন তাঁর স্বামী। এরপর যুবতীও পাল্টা একবার লাথি মারেন স্বামীকে‌। এরপর স্ত্রীকে কষিয়ে থাপ্পড়, চড় মারতে শুরু করেন স্বামী। যা শেষপর্যন্ত থামতে দেখা যায়নি। একের পর এক চড় মারতে মারতে স্ত্রীকে ভিড় থেকেও বের করে আনেন। 

 

স্ত্রীর উপর স্বামীর শারীরিক নির্যাতন দেখেও, নিমন্ত্রিতরা থামাতে ছুটে আসেননি। বরং সকলেই হতভম্ব হয়ে স্বামী ও স্ত্রীর মারপিট দেখছিলেন। কিন্তু কী কারণে দু'জনের মধ্যে ঝামেলা হয়েছিল, কেন স্ত্রীকে মারধর করছিলেন, তা এখনও জানা যায়নি। কিন্তু ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। 

 

দিন কয়েক আগে এক বিয়ের অনুষ্ঠানে মহিলাদের কীর্তি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ব্যস্ত রাস্তায় থমকে যান চলাচল। একপাশ দিয়েই যাচ্ছিল বরযাত্রীদের শোভাযাত্রা। ব্যান্ডপার্টির সঙ্গে নাচতে নাচতে যাচ্ছিলেন বরযাত্রীরা। সেখানেই ছিলেন একদল মহিলা। পরনে সাবেকি সাজ। কিন্তু মাঝ রাস্তায় সেই মহিলারাই যা করলেন, তা দেখেই চোখ ছানাবড়া সকলের। 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, ভরা রাস্তায় বরযাত্রীদের শোভাযাত্রা থামিয়ে মদ্যপান করছেন একদল মহিলা। তবে প্রকাশ্যে মদ্যপান করলেও, মুখ কাউকে দেখাননি। ঘোমটার নীচে মুখ ঢেকে, বিয়ারে চুমুক দিতে দেখা গেছে তাঁদের। 

 

ঘটনাটি ঘটেছে রাজস্থানে। বরযাত্রীদের শোভাযাত্রায় রাজস্থানী পোশাকেই সেজে বেরিয়েছিলেন ওই মহিলা। গা ভরা গয়না, পরনে ঘাঘরা, ব্লাউজ, মাথায় ওড়না। সকলের মুখ ঘোমটার নীচে ঢাকা। বরযাত্রীদের শোভাযাত্রা থামিয়ে, রাস্তার একপাশে দাঁড়িয়ে বিয়ারের বোতলে চুমুক দিয়ে মদ্যপান করতে দেখা গেছে তিন মহিলাকে। ঢকঢক করে বিয়ার খেয়েই আবারও শোভাযাত্রায় সামিল হন তাঁরা। 

 

বিয়েবাড়িতে হুল্লোড়ে মেতে থাকতে দেখা যায় সকলকেই। তবে প্রকাশ্যে মহিলাদের মদ্যপানের দৃশ্য, সচরাচর সকলের চোখে পড়ে না। ভিডিওটি ভাইরাল হতেই সকলেই চমকে গেছেন। কেউ কেউ আবার মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন পোস্টটি।‌ তবে অনেকেরই মতে, প্রকাশ্যে মদ্যপানের মতো ঘটনা এড়িয়ে যাওয়াই উচিত।