আজকাল ওয়েবডেস্ক: পাটনায় চরম চাঞ্চল্য। এক প্রবীণ ব্যক্তিকে খুন করার পর স্থানীয় গ্রামবাসীর গণপিটুনিতে মারা গেল দুই যুবক। এই ঘটনাটি ঘটেছে পাটনা শহরের অদূরে একটি গ্রামে, সোমবার সন্ধ্যায়। ঘটনা ঘিরে সম্প্রতি ব্যাপক শোরগোল রাজ্যজুড়ে। 

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কিছুদিন আগেই আবার সরকারে ফিরেছেন। এর মধ্যেই এমন ঘটনায় ভীত সন্ত্রস্ত সকলে। পুলিশের দেওয়া তথ্য অনুসারে, ঘটনাটি ঘটে গোপালপুর থানা এলাকার দোমনাচক গ্রামে, বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টার মধ্যে। এ কথা জানিয়েছেন পাটনার পুলিশ সুপার (পূর্ব), পরিচয় কুমার।

পুলিশ অফিসার কুমার জানিয়েছেন, বাইকে করে দু'জন লোক আসে দোমনাচক গ্রামের অশর্ফি রাই (৮০)-এর বাড়িতে। তারা বাইরে বসা অবস্থায় বৃদ্ধকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। গুলি চালানোর পর তারা সেখান থেকে বাইকে করে পালানোর চেষ্টা করে। কিন্তু গুলির শব্দ শুনে গ্রামবাসীরা জড়ো হয়ে যান। তাঁরা ওই দুই দুষ্কৃতীকে ধাওয়া করে ধরে ফেলেন। এরপর উত্তেজিত গ্রামবাসীরা তাদের নির্মমভাবে মারধর করেন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অন্যদিকে, গুলিবিদ্ধ বৃদ্ধ অশর্ফি রাইকে দ্রুত পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক টিমকে পাঠানো হয়েছে। অফিসার কুমার জানিয়েছেন, প্রথম যেখান থেকে গুলি করা হয়েছিল, সেখান থেকে বন্দুক উদ্ধার হয়েছে। আর যেখানে গণপিটুনি হয়, সেখান থেকে ইট, পাথর ও লাঠি পাওয়া গিয়েছে। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছে। হত্যাকাণ্ডের কারণ কি জমি সংক্রান্ত বিবাদ? এই প্রশ্নের উত্তরে অফিসার বলেছেন," এখন এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়, তদন্ত চলছে।" এখনও পর্যন্ত মৃত আততায়ীদের পরিচয় জানা যায়নি। পুলিশ এই খুনের সঠিক কারণ জানতে নিহত অশর্ফি রাইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। অফিসার কুমার নিশ্চিত করেছেন, "তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।"