আজকাল ওয়েবডেস্ক: ধরুন আপনি কোনও মন্দির, মেলা বা কোনও জনবহুল স্থানে গিয়েছেন। সেখানে জুতো বাইরে খুলে রেখে যেতে হয়েছে। এ বার আপনার মনে জুতো চুরি যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কী করবেন? সেই উপায় বাতলে দিয়েছেন এক নেটিজেন।
'রানা কা রায়তা' নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে ভিড় জায়গায় জুতো চুরি হওয়া থেকে রক্ষা করার একটি কৌশল। ভিডিওটিতে যে ব্যক্তির কন্ঠস্বর শোনা যাচ্ছে তিনি সেই সেই কৌশলটিকে 'নিনজা টেকনিক' বলেও বর্ণনা করেছেনে।
ভিডিওটিতে ওই ব্যক্তি জানিয়েছেন যে তিনি মধ্যপ্রদেশের গুনার টেকরি মন্দিরে আছেন এবং নিরাপদে থাকার জন্য তাঁর চপ্পল জোড়া লুকিয়ে রেখেছেন। তাঁর ব্যাখ্যা, জনবহুল জায়াগায় নিজের জুতো কখনও একই স্থানে রাখবেন না। উদাহরণ স্বরূপ তিনি দেখিয়েছেন, নিজের এক পাটি লাল জুতো এক জায়গায় এবং অপর পাটি বেশ কয়েক হাত দূরে অন্য জায়াগায় রেখেছেন। তাঁর দাবি, এর ফলে জুতো হারানোর কোনও সম্ভাবনাই থাকে না।
এই ভিডিওটি সমাজমাধ্যমে এখনও পর্যন্ত এক কোটি লোক দেখে ফেলেছেন। সবাই ওই ব্যক্তির কৌশলের প্রশংসা করেছেন।
