আজকাল ওয়েবডেস্ক: দিল্লি-ভোপাল বন্দে ভারত এক্সপ্রেস। সেই ট্রেনেই ধুন্ধুমার। ট্রেনে উঠে জায়গা বদল করতে চেয়েছিলেন, বৃদ্ধ রাজি না হতেই, মারপিট প্রকাশ্যে। বিজেপি বিধায়কের কাণ্ডে ছিঃ ছিঃ চতুর্দিকে।
অভিযোগ, এই ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের ঝাঁসির বিধায়ক বিজেপির রাজীব সিং তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে তার নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। জানা গিয়েছে কামরার পিছনের দিকে সিট ছিল বিধায়কের। পরিবারের বাকিদের সিট ছিল কিছুটা সামনের দিকে।
বিধায়ক পরিবারের বাকিদের সঙ্গে সামনে বসতে চান। বৃদ্ধ তাতে রাজি হননি। সেখানে বাকবিতণ্ডা হলেও বিষয়টি মিটে যায়নি। ঝাঁসি থেকে আচমকা একগুচ্ছ বিজেপি নেতার অনুগামী ট্রেনে উঠে ওই বৃদ্ধকে মারধোর করেন বলে অভিযোগ।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একগুচ্ছ লোকজন ওই ব্যক্তিকে কিল-ঘুষি মারছে, জুতো খুলেও মারতে দেখা যায়।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রেলওয়ে পুলিশ সুপার (ঝাঁসি) বিপুল কুমার শ্রীবাস্তব নিশ্চিত করেছেন যে আসন পরিবর্তন নিয়ে ঝগড়া হয়েছে। তিনি জানিয়েছেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
