আজকাল ওয়েবডেস্ক: ছুটির সময় বিকেল ৫টা। তবে হিসেব বলছে বেশ কয়েকদিন ওই কর্মী ৪.৫৯ মিনিটে অফিস থেকে বেরিয়েছেন। তাতেই ম্যানেজার ওয়ার্নিং দিয়েছেন কর্মীকে। লিখেছেন, এই আগে বেরিয়ে যাওয়ার প্রবণতাকে যেন অভ্যেসে পরিণত না করেন তিনি। ওই কর্মী অফিস থেকে পাঠানো মেল পোস্ট করেছেন সমাজমাধ্যমে। জিজ্ঞাসা করেছেন, এই অফিস কাজ করার যোগ্য কিনা!

 

অফিস থেকে দিন উল্লেখ করে ওই কর্মীকে জানানো হয়েছে বেশ কয়েকদিন ৫টার পরিবর্তে ৪.৪৯ মিনিটে তিনি অফিস থেকে বেরিয়ে গিয়েছেন।

 

 ওই ব্যক্তির এই পোস্টের পর অনেকেই সেখানে কমেন্ট করেছেন। কেউ কেউ কর্মক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। কেউ কেউ লিখেছেন, অফিসের কর্তৃপক্ষের ব্যবহারে তাঁরা অতিষ্ঠ। একজন আবার লিখেছেন, ঘড়ির সামনে দাঁড়িয়ে থাকবে হবে, ঠিক ৫টা বাজার অপেক্ষা করতে হবে।