আজকাল ওয়েবডেস্ক: স্বপ্নের চাকরি। সব ধরনের সুযোগ সুবিধা পেতেন। বেতন নিয়েও অসন্তুষ্ট ছিলেন না। এমনকী কর্মক্ষেত্রেও কখনও কোনও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়নি। তবুও তাড়াহুড়ো করে চাকরি ছেড়ে দিলেন যুবক। কারণ হিসেবে জানিয়েছেন, স্ত্রীর জন্য চাকরি ছেড়ে দিয়েছেন তিনি। কিন্তু স্ত্রী তাঁকে ছাড়ার জন্য জোরাজুরি করেননি। অশান্তিও করেননি। তবুও কেন চাকরি ছাড়লেন তিনি!
জানা গেছে, যুবকের স্ত্রী অন্তঃসত্ত্বা। স্ত্রীর স্বাস্থ্য ও মনের যথাযথ যত্ন নেওয়ার জন্য চাকরি ছেড়ে দিয়েছেন তিনি। যুবকের দাবি, সন্তানের জন্মের পর আবারও এমন বেতনের চাকরি তিনি খুঁজে নিতে পারবেন। বর্তমানে স্ত্রীর পাশে থাকা জরুরি। সন্তান ও স্ত্রী, দু'জনের শরীর, স্বাস্থ্য যাতে ভাল থাকে, সেই কারণেই ২৪ ঘণ্টা স্ত্রীর পাশে থাকতে চান। গর্ভবতী অবস্থায় স্ত্রীকে যাতে সংসারের কাজ নিয়ে ভাবতে না হয়, তাই জন্য তিনিই সারাক্ষণ বাড়ির দেখভাল করবেন। এই পরিস্থিতিতে সংসারের সব দায়িত্ব পালন করবেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যুবক এই পোস্টটি নিজেই করেন। তিনি আদতে ভারতীয়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'অন্তঃসত্ত্বা স্ত্রীর দেখভালের জন্য এক কোটি টাকার চাকরি ছেড়ে দিলাম'। পোস্টের প্রথম লাইনটি পড়েই চমকে গেছেন নেটিজেনরা। এর জেরেই গোটা পোস্টটি নজর কাড়ে সকলের।
আরও পড়ুন: ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, স্বাধীনতা দিবসে ভাসবে বাংলা! তুমুল বৃষ্টিতে টালমাটাল হবে এই জেলাগুলি
ওই পোস্টে যুবক বিস্তারিত লিখেছেন, '১.২ কোটি বেতন, ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা, জয়নগরে দুর্দান্ত ব্যবস্থাপনা', তা সত্ত্বেও তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। কলেজ পাশ করার আগেই এই চাকরি তিনি পান। স্ত্রীকে অত্যন্ত ভালবাসেন। স্ত্রী অন্তঃসত্ত্বা জানার পর, তাঁর বিশ্রামের জন্য প্রথমে তাঁকেই চাকরি ছাড়তে বলেন। কিন্তু স্ত্রী জানান, গর্ভবতী অবস্থাতেও তিনি কাজ করবেন। তাই চাকরি ছাড়েননি ওই যুবতী। এই পরিস্থিতিতে যুবক সিদ্ধান্ত নেন, তিনি চাকরি ছেড়ে স্ত্রীর যত্ন নেবেন। বাড়ির কাজ করবেন। স্ত্রীর দেখভাল করবেন।
যুবক লিখেছেন, 'নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কারণ এক কোটি টাকা বেতনের চাকরি ছাড়তেও আমার কষ্ট হচ্ছে না। আমার যা যোগ্যতা, পারদর্শীতা ও যোগাযোগ রয়েছে, তার জেরে আবারও আমি ভাল চাকরি খুঁজে নিতে পারব।' এরপর তিনি লেখেন, 'যখন পরিবারের দরকার, বাবা-মায়ের প্রয়োজন, যখন জীবনসঙ্গী ও সন্তানদের পাশে দাঁড়ানোটা প্রাধান্য হয়ে ওঠে, তখন জীবনের বাকি সব কিছুই দ্বিতীয় স্থানে থাকে। ভাল চাকরি খুঁজে পাওয়াটা সহজ। কিন্তু বিশেষ মুহূর্তগুলোকে উদযাপন করা আরও জরুরি।'
যুবকের এই পোস্টটি হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেরই মন জিতে নিয়েছেন যুবক। অনেকেই আবার আবেগপ্রবণ হয়ে গেছেন। একজন লিখেছেন, 'এমন স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সকলেই এমন ভাগ্যবান হন না।' একজন আবার লিখেছেন, 'সত্যি বলতে, অনেকেরই ইচ্ছে হয় স্ত্রীর পাশে থাকার। কিন্তু আর্থিক অনটনে অনেকেই এমন বড় সিদ্ধান্ত নিতে পারেন না। তাই বাধ্য হয়ে কাজ করতেই হয়।' একজন আবার লিখেছেন, 'আপনি জীবনের অন্যতম বড় সিদ্ধান্তটি নিয়ে সেরা পদক্ষেপ করেছেন। আফসোস করবেন না। বরং সময়টা উপভোগ করুন।' কেউ একজন লিখেছেন, 'শুধু স্ত্রী নয়, আপনার সন্তানও ভাগ্যবান, আপনার মতো একজন বাবা পেতে চলেছে সে।'
