আজকাল ওয়েবডেস্ক: উনিশ বছরের তরুণী। তাঁর বাড়িতে ঢুকেই তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে পাঁচতলা থেকে। গুরুতর আহত অবস্থায় তরুণীকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। যদিও শেষরক্ষা হয়নি। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার একজন। জানা গিয়েছে, ওই গ্রেপ্তার হওয়া যুবক বোরখা পরে তরুণীর বাড়িতে গিয়ে, তরুণীকে ধাক্কা দেয় বহুতল থেকে। বাড়ির সিসিটিভি ফুটেজেও বোরখা পরা একজনের প্রবেশ-প্রস্থান নজরে এসেছে।
দিল্লির অশোক নগরের এই ঘটনায় উত্তরপ্রদেশের রামপুরের ২৬ বছরের তৌফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় প্রথম পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় সোমবার সকালে।
ঠিক কী ঘটেছে? ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ওই তরুণী নেহা এবং তৌফিক কয়েকবচর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। তবে ইদানিং নেহা জানতে পারে, তৌফিকের বিয়ে স্থির হয়েছে অন্যত্র। বাড়ির পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি তৌফিক, নেহা তা জানার পরেই নাকি অশান্তি শুরু হয় তাঁদের মধ্যে। চরম অশান্তির মাঝেই তৌফিক পৌঁছয় নেহার বাড়ি। বোরখা ব্যবহার করেছিল, তাহলে পরিবারের সদস্য, পড়শিদের নজর এড়ানো সহজ হত।
যদিও নেহার পরিবারের দাবি, তৌফিক এবং নেহা কোনওদিনই প্রেমের সম্পর্কে ছিল না। নেহা রাখি বাঁধত তৌফিককে। নেহার পরিবারের সঙ্গেও অন্তত বছর তিন কিংবা তারও কিছু বেশিদিনের পরিচয় ছিল উত্তরপ্রদেশের ওই যুবকের। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।
