আজকাল ওয়েবডেস্ক: একটি রেলওয়ে স্টেশনে সম্প্রতি অদ্ভুত এক চাঞ্চল্যকর দৃশ্য। প্রকাশ্যে স্টেশনের মধ্যে এক যুবতী ও এক যুবকের মধ্যে তুমুল সংঘর্ষের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবতী ট্রেন থেকে নামার সময় নিজের একটি নাচের ভিডিও রেকর্ড করছিলেন। ট্রেন থেকে নেমে তিনি ক্যামেরার সামনে নাচতে থাকেন। এই পর্যন্ত সব ঠিক ছিল। ঘটনার মোড় নেয় এরপর৷ ভিডিওতে দেখা যাচ্ছে যখন ওই যুবতী স্টেশনে উপস্থিত দুজন যুবকের কাছাকাছি চলে যান, তখন তাঁদের একজন ধৈর্য হারিয়ে আচমকা তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।
ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুবতী একটি টপ এবং জিন্স পরে ক্যামেরার দিকে তাকিয়ে নাচছেন ও ট্রেন থেকে নামছেন। তাঁর উদ্দেশ্য যে ভিডিও রেকর্ড করা, তা স্পষ্ট। এরপর তিনি যখন ঘুরে দাঁড়িয়ে ওই দুই যুবকের সামনে আসেন, তখন একজন তাঁকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।
এই ঘটনায় যুবতী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'পাগল হয়ে গেছ তুমি?' উত্তরে যুবক বলেন, 'এটা কি তামাশা করার জায়গা?' এরপর ফের যুবতী প্রশ্ন ছোঁড়েন, 'আপনি ধাক্কা দিলেন কেন?' যুবতী আরও বলেন, এর বিরুদ্ধে তিনি পুলিশে অভিযোগ দায়ের করবেন।
ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য যাত্রীদের সামনে তুমুল তর্কাতর্কি চলতে থাকে। পরিস্থিতি সামাল দিতে দুজন ব্যক্তি এগিয়ে আসেন এবং দু’পক্ষকেই শান্ত করার চেষ্টা করেন। কিন্তু কেউই পিছু হটেন না। এক সময় আরেকজন মহিলা ট্রেন থেকে নেমে ঘটনার বর্ণনা শোনেন। নৃত্যরত যুবতী তাঁর নিজ ব্যাখ্যা তুলে ধরেন। অপরদিকে অভিযুক্ত যুবকও তাঁর মত করে ব্যাখ্যা দিয়ে বলেন যে কেন তিনি ধাক্কা দিয়েছেন। তখন ঘটনাস্থলে উপস্থিত তৃতীয় মহিলা বলেন, ধাক্কা না দিয়ে ভদ্রভাবে বলা উচিৎ ছিল। এরপর অভিযুক্ত যুবক নিজের আচরণের জন্য যুবতীর কাছে প্রকাশ্যে ক্ষমা চান।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মতামত দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। একজন মন্তব্য করে বলেন, 'আঙ্কেলের প্রতি সম্মান।' অন্য একজন লেখেন, 'আঙ্কেল ঠিক করেছেন, এই সব টিকটকারদের এভাবেই শিক্ষা দেওয়া উচিত।' আরেকজন আবার বলেন, 'তিনি ঠিকই করেছেন, তাঁর গোপনীয়তা কোথায় গেল?'
অন্যদিকে, কেউ কেউ আবার যুবতীর পক্ষেও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'সে তো শুধু একটি রিল বানাচ্ছিল, এতে সমস্যা কোথায়? এই মন্তব্যগুলোতে স্পষ্ট বোঝা যায়, মানুষ ভেতরে কতটা ঘৃণা পুষে রাখে।রা শুধু সুযোগ খোঁজে এই ঘৃণা বের উগড়ে দেওয়ার জন্য। লজ্জাজনক! যারা এইসব রিল ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে, তারাই এখন শিক্ষা দেওয়ার চেষ্টা করছে।' এহেন ঘটনায় কিছু ব্যবহারকারী আবার দাবি করেছেন, পুরো ঘটনাটিই হয়তো সাজানো ছিল।
আরও পড়ুনঃ ইউটিউব দেখে খুন! প্রেমিকের সঙ্গে মিলে এ কী করলেন যুবতী? সত্য ঘটনায় শিউরে উঠবেন আপনিও ...
প্রসঙ্গত সাম্প্রতিককালে বিভিন্ন ট্রেন ও 'পাবলিক প্লেসে' রিল ভিডিও বানানোর প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। কোনওভাবেই এটি থামছে না বরং আরও ভয়াবহ রূপ নিচ্ছে। কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয় যেখানে এক যুবক চলন্ত ট্রেন থেকে নেমে একদম গা ঘেঁষে ধার বরাবর দৌড়াচ্ছিলেন, শুধুমাত্র ইনস্টাগ্রাম রিল বানানোর জন্য। এই বিপজ্জনক কাণ্ডটি সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
এই ঘটনার জেরে অনেকেই প্রশ্ন তুলেছেন, অনলাইন খ্যাতির জন্য মানুষ আসলে কতদূর যেতে রাজি? এবং এ ধরনের বিপজ্জনক স্টান্ট বন্ধে কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ বলেও অনেকে দাবি তুলেছেন, যাতে এহেন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার আগেই এসব ঠেকানো যায়।
আরও পড়ুনঃ রোগী দেখার বদলে মদ্যপান! সরকারি হাসপাতালের করিডোরে বসে যা করলেন এই দুই নার্স......
