আজকাল ওয়েবডেস্ক: শীতের দুপুরে বাড়ির উঠোনে বসে রোদ পোহাচ্ছিলেন বৃদ্ধ। আচমকাই মর্মান্তিক পরিণতি হল তাঁর! বৃদ্ধের উপরেই উল্টে পড়ল নুড়ি বোঝাই ট্রাক। বাড়ির উঠোনেই ট্রাক চাপা পড়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ওই বৃদ্ধ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রে। ৯০ বছর বয়সি মৃত বৃদ্ধের নাম, গিররাজ শর্মা। তিনি তাঁর নাতি সতীশ শর্মা নামের যুবকের বাড়িতেই থাকতেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। যা সিসিটিভিতেও ধরা পড়েছে। 

 

জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির উঠোনে বসে রোদ পোহাচ্ছিলেন ওই বৃদ্ধ। একাই ছিলেন সেই সময়। আচমকা বাড়ির ঠিক বাইরে নুড়ি বোঝাই একটি ট্রাক এসে দাঁড়ায়। অদূরে একটি নির্মীয়মাণ বাড়ির জন্য নুড়িগুলি আনা হয়েছিল। আচমকাই ওই রাস্তায় গর্তে ট্রাকের একটি চাকা আটকে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নুড়ি-সহ উল্টে পড়ে বৃদ্ধের উপর। ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধের। 

 

দুর্ঘটনার পরেই ট্রাকের চালক পালিয়ে যান। স্থানীয়রা ও বাড়ির সদস্যরা তড়িঘড়ি করে বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধকে উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ট্রাকটিও হেফাজতে নিয়েছে পুলিশ। পলাতক ট্রাক চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে তারা। 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই রাস্তায় গত কয়েকদিন ধরেই জলের পাইপলাইন রাখা ছিল। যার কারণে মাটিও নরম ছিল। সেই কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারাতে পারে। ঘটনাটি ঘিরে তদন্ত চলছে।

 

জানুয়ারি মাসে ট্রাক উল্টে আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে কর্ণাটকে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ফলবোঝাই একটি ট্রাক। দুর্ঘটনায় প্রাণ হারান অন্ততপক্ষে ১১ জন। আহত হন আরও ১২ জন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ভোর সাড়ে ছ'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছিল কর্ণাটকের উত্তর কন্নড় জেলায়। পুলিশ জানিয়েছিল, সাভানুর থেকে এল্লাপুরার দিকে যাচ্ছিল ট্রাকটি। তাতে ফলবোঝাই করা ছিল। কয়েকজন বিক্রেতাও ছিলেন। একটি মেলায় যাচ্ছিলেন তাঁরা। চালক নিয়ন্ত্রণ হারাতেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। 

 

পুলিশ আরও জানিয়েছিল, দুর্ঘটনাটি ঘটেছিল ৬৩ নম্বর জাতীয় সড়কে। ট্রাকটিতে ৩০ জন ছিলেন। অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিলেন ট্রাক চালক। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারান তিনি। রাস্তার ধারে কোনও গার্ডওয়াল না থাকায়, ট্রাকটি ৫০ মিটার গভীর খাদে উল্টে যায়। 

 

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। ১১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত চালায় পুলিশ।