আজকাল ওয়েবডেস্ক: সদ্য বিয়ে হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বাড়িছাড়া নববধূ৷ উত্তরপ্রদেশের কানপুরে ঘটেছে৷ এক সদ্য বিবাহিতাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। অভিযোগ, নববধূ তাঁর বাবা-মায়ের কাছ থেকে একটি রয়্যাল এনফিল্ড বুলেট অথবা ২ লক্ষ টাকা চাইতে নারাজ ছিলেন। পণ দিতে রাজি না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বিয়ের মাত্র একদিনের মাথায় বাড়ি থেকে বার করে দিয়েছেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। বধূ শ্বশুরবাড়িতে পা রাখার কিছুক্ষণের মধ্যেই এই কাণ্ড।
কানপুরের জুহি এলাকার বাসিন্দা লুবনা এবং মহম্মদ ইমরান গত ২৯ নভেম্বর মুসলিম প্রথা মেনে বিয়ে করেন। পরের দিন নতুন জীবনের স্বপ্ন নিয়ে লুবনা শ্বশুরবাড়িতে পৌঁছান। তখনও তাঁর হাতে বিয়ের মেহেন্দির রং টাটকা। কিন্তু সেখানে তাঁকে চরম অপমান করা হয়। হেনস্থা করা হয় পণের দাবি নিয়ে।
অভিযোগ, লুবনা বাড়িতে ঢোকার পরই তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ঘিরে ধরেন। এরপর একটি বুলেট বাইকের জন্য টাকা চাইতে শুরু করেন। এমনকী তাঁর অন্যান্য আত্মীয়রাও নাকি অভিযোগ করেন যে লুবনা তাঁর স্বামীর জন্য কিছুই আনেননি। লুবনা বলেন, "আমি বাড়ি আসার পরই ঝগড়া শুরু হয়। তাঁরা বলেন, তুমি যেহেতু বুলেট আনোনি, তাই বাড়ি গিয়ে ২ লক্ষ টাকা নিয়ে এসো।"
লুবনা আরও অভিযোগ করেন যে তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁর পরা গয়না এবং তাঁর পরিবারের দেওয়া নগদ টাকাও কেড়ে নেন। লুবনা জানান, "তাঁরা আমাকে মারধর শুরু করেন এবং টাকা নিয়ে আসার কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দেন।"
মেয়ে ফিরে আসার মুহূর্তের কথা বলতে গিয়ে লুবনার মা মেহতাব বলেন, "সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ লুবনা আমাদের দরজায় এসে হাজির হয়। হঠাৎ করে কেন এল জানতে চাইলে সে কাঁদতে শুরু করে এবং সব কথা খুলে বলে।"
লুবনার পরিবারের দাবি, তাঁরা মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। ইমরানদের পরিবারকে দেওয়া উপহারের তালিকায় ছিল সোফা সেট, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ড্রেসিং টেবিল, কুলার, ডিনার সেট, পোশাক ও বাসনপত্র-সহ আরও অনেক কিছু।
লুবনার মা মেহতাব বলেন, "বিয়ের আগে তাঁরা বাইকের কথা বলেননি। যদি আগে বলতেন, তাহলে হয়তো আমরা এই বিয়ে দিতাম না।" মেহতাবের দাবি, তাঁরা মেয়ের সুখের জন্য সব রকম চেষ্টা করেছেন। এখন তাঁরা ন্যায়বিচার এবং বিয়ের খরচের টাকা ফেরত চান। এই ঘটনায় ইমরান এবং তাঁর পরিবারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।
