আজকাল ওয়েবডেস্ক: জুয়ার নেশায় ঋণে জর্জরিত। ঋণ শোধ করতে অবশেষে স্ত্রীর কাছেই এক অনুরোধ করেন স্বামী। তাঁর দাবি, বন্ধুর সঙ্গে যৌনতায় লিপ্ত হলে, ঋণের টাকা শোধ হয়ে যাবে। এর জন্যে জোরাজুরিও করেন স্ত্রীকে! স্বামীর এহেন কাণ্ড আর লুকিয়ে রাখেননি স্ত্রী। থানায় পৌঁছে বিবরণ দিতেই, শুনে আঁতকে ওঠে পুলিশ। তারাই এবার কড়া পদক্ষেপ নিতে জোরকদমে তদন্ত চালাচ্ছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধর জেলায়। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, নির্যাতিতা তরুণী অভিযোগ জানান, তাঁর স্বামী জুয়া খেলায় নেশাগ্রস্ত। এর জেরে বিপুল টাকা ব্যয় করেন। ক্ষতিগ্রস্তও হন। পাহাড় প্রমাণ ঋণ জমে যাওয়ার পরেও জুয়া খেলার নেশা যায়নি তাঁর। টাকা জোগাড় করতে স্ত্রীকেও বিপদে যেতে বাধ্য করছেন। 

স্ত্রীর বক্তব্য, মাস কয়েক আগে এক বন্ধুর কাছ থেকে হাজার হাজার টাকা ধার নিয়ে জুয়া খেলতে গিয়েছিলেন যুবক। সেই টাকা সময়মতো শোধ দিতে পারেননি। অবশেষে বন্ধুর সঙ্গে একটি 'ডিল' হয় তাঁর। ঋণ শোধ করতে স্ত্রীকে বন্ধুর শয্যাসঙ্গিনী হতে জোরাজুরি করেন। তাঁর কথায়, বন্ধুর সঙ্গে সঙ্গমে লিপ্ত হলে তবেই ঋণ শোধ হবে তাঁর! 

তরুণী জানিয়েছেন, ৫০ হাজার টাকা ধার করেছিলেন স্বামী। সেই টাকা শোধ দিতে না পারায় এমন কুপ্রস্তাব দেন। স্বামী ও তাঁর বন্ধুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। দু'জনের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা।