আজকাল ওয়েবডেস্ক: সামান্য বচসা থেকেই হাড়হিম কাণ্ড। প্রেমিকাকে কটুক্তি করার জেরে এক তরুণীকে উত্তম-মধ্যম দিল এক যুবক। তাও আবার সর্বসমক্ষে। তরুণীকে মারতে মারতে লাঠিও ভেঙে ফেলে সে! ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাজিয়াবাদে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের আরডিসি এলাকায়। রবিবার পুলিশ জানিয়েছে, ২৫ জুন রাতে ঘটনাটি ঘটেছে আরডিসি এলাকার একটি শপিং মলের বাইরে। সেখানেই দুই তরুণীর মধ্য বচসা হয়। এর জেরেই এক তরুণীর প্রেমিক লাঠি দিয়ে মারধর করে আরেক তরুণীকে। এর জেরে গুরুতর আহত হয়েছেন ওই তরুণী। 

 

নয়না বর্মা নামের এক তরুণী থানায় হর্ষ নামের যুবকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছেন। নয়না জানিয়েছেন, সেদিন দুই বন্ধুর শপিং মলে গিয়েছিলেন। কোনও একটি বিষয়ে প্রিয়া নামের এক তরুণীর সঙ্গে তাঁর সামান্য ঝামেলা হয়। এরপরই প্রিয়ার বয়ফ্রেন্ড লাঠি নিয়ে তেড়ে আসে। মোটা লাঠি দিয়ে জনসমক্ষে তাঁকে মারতে থাকে। 

 

প্রথম দু'বার আঘাতের পরেই লাঠিটি দু'ভাগ হয়ে যায়। এরপরেও চার থেকে পাঁচবার লাঠি দিয়ে আঘাত করেছিল সে। মাথায় গুরুতর চোট পেয়েছেন তরুণী। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি। নয়না এও জানান, মারধরের পরেও শান্ত ছিলেন না হর্ষ। বেরিয়ে যাওয়ার সময় তাঁকে খুনের হুমকিও দিয়েছিল।